শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪২:৪০

জন্মদিনের সেরা উপহার দিলেন সালমানের বোন অর্পিতা

জন্মদিনের সেরা উপহার দিলেন সালমানের বোন অর্পিতা

বিনোদন ডেস্ক : সেরার সেরা নায়কদের মধ্যে একজন সালমান খান। তিন দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে বড় পর্দা কাঁপাচ্ছেন তিনি। শুক্রবার ৫৪ বছরে পা দিলেন এ সুপারস্টার। বয়সকে থোরাই কেয়ার করেন সাল্লুভাই। 

এই বয়েসে তার কাছে হার মানবেন কম বয়সি অভিনেতারা। জন্মদিনে বোনের থেকে পেলেন তার সেরা উপহার। আজ ২৭ ডিসেম্বর মহাসমারোহে পালিত হচ্ছে ভাইজানের জন্মদিন। প্রতি বছরের মতই তার জন্মদিনকে ঘিরে মেতে উঠলেন বলি-তারকারা। 

ভাইজানের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন সোনাক্ষী সিনহা, টাবু, ক্যাটরিনা কাইফ, বিদ্যা বালানসহ বলিউডের সব তারকারা। তাদের মধ্যে হলুদ পোশাকে মধ্যমণি ছিলেন ক্যাটরিনা কাইফ।

জন্মদিন পার্টিতে একাই তিনি নজর কেড়ে নিয়েছিলেন। সকলকে নিয়ে রাতভর পার্টিতে ম'ত্ত রইলেন সালমান খান। মধ্যরাতে কেক কেটে পালন করলেন তার জন্মদিন। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ভাইজানের বোন অর্পিতা।

ভাইয়ের জন্মদিনের সেরা উপহার তিনি দিয়েছেন। শুক্রবার বেলাতে তিনি জন্ম দিয়েছেন একটি ফুটফু্টে শিশুকন্যর। বোনের থেকে উপহার স্বরুপ আরও একবার জন্মদিনে মামু হবার স্বাদ পেলেন সবার প্রিয় সাল্লু ভাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে