বিনোদন ডেস্ক : বয়স সত্তর পেরিয়েছে কিন্তু তার গ্ল্যামারে আঁচ পড়েনি একটুও। আবার বলিউড-দর্শক দেখবেন তার সেই চিরপরিচিত লাস্যময়ী হেমা মালিনীকে। 'সিমলা মির্চি' ছবিতে তরুণ নায়ক রাজকুমার রাওয়ের সঙ্গে প্রেম করবেন তিনি।
এই ছবিতে দক্ষিণী নায়িকা রাকুলপ্রীত সিংও অভিনয় করেছেন। গতকাল বৃহস্পতিবার ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির গল্পে ভুলবশত নায়িকা রাকুলপ্রীত সিংকে লেখা একটি চিঠি তার মা হেমা মালিনীর হাতে গিয়ে পড়বে। এবং তিনি ভেবে বসবেন এ চিঠি তাকেই উদ্দেশ্য করে লেখা।
এরপর অ'ত্য'ন্ত বে'কা'য়দায় পড়বে ঐ তরুণ অর্থ্যাৎ রাজকুমার রাও। ওদিকে তার স'ম'স্যা হল সে কিছুতেই ভালবাসার কথা নায়িকাকে মুখ ফুটে বলতে পারে না। এই বিচিত্র প'রিস্থি'তি শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে, তা জানা যাবে ছবিটি মুক্তি পেলেই।
মুক্তি পাওয়া ট্রেলারে ৭১ বছরের হেমা মালিনীর পাশে রাকুলপ্রীতকেও বেশ ম্রিয়মাণ লাগে। ছবিটি পরিচালনা করেছেন রমেশ সিপ্পি এবং প্রযোজনা করেছে ভায়াকম। 'সিমলা মির্চি' নতুন বছরের শুরুতে আগামী তিন জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পাবে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।