শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ০১:০১:১৪

অবশেষে নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

অবশেষে নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : ভারতের নাগরিকত্ব আইন নিয়ে দিন কয়েক আগেই মুখ খুলে বি'ত'র্কে জ'ড়িয়ে'ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। প্র'তিবা'দে যখন গোটা দেশ উ'ত্তা'ল, তখন কঙ্গনা স্রো'তে গা না ভাসিয়ে একেবারে অন্য পথে হেঁটেছিলেন। 

বি'ক্ষো'ভকারীদের ক'টা'ক্ষ করে প্রশ্ন তোলেন, 'বাস-ট্রেন জ্বা'লা'নোর অধিকার কে দিয়েছে ওদের?' এবার প্রায় একই সুর অক্ষয় কুমারের গলায়। বি'ক্ষো'ভ থামানোর অনুরোধ জানিয়ে প্রকারান্তরে মোদি সরকারের পাশেই দাঁড়ালেন বলিউডের খিলাড়ি কুমার।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তরপ্রদেশ থেকে এ রাজ্য- বি'ক্ষো'ভের ছবিটা সর্বত্রই একইরকম। কিন্তু এমন পরিস্থিতিতেও মুখে কুলুপ এঁটেছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। 

অনুরাগ কাশ্যপ, ফারহান আখতার, স্বরা ভাস্কর, জাভেদ জাফরিরা প্রতিবাদে শামিল হলেও শাখরুখ-সালমান-আমির খানরা এ নিয়ে কোনও মন্তব্য করেননি। নীরব ছিলেন অক্ষয়ও। তবে এবার তিনি মুখ খুললেন। আর কঙ্গনার মতোই বি'ক্ষো'ভকারীদের প্র'তিবা'দ থামানোর আরজি জানালেন।

খিলাড়ি কুমার বলেন, 'আমার হিং'সা ভাল লাগে না। বাম হোক বা ডান, আমি চাই যেন কোনও হিং'সা না ছড়ায়। সম্পত্তি ন'ষ্ট করবেন না। হিং'সা থেকে দূরে থাকুন। কোনও বক্তব্য থাকলে কথা বলুন। কিন্তু হিং'সা ব'ন্ধ করুন। কারও সম্পত্তি ত'ছন'ছ করা একেবারেই ঠিক নয়।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে