বিনোদন ডেস্ক : ফের নাগরিকত্ব সং'শো'ধিত আইন (সিএএ) নিয়ে সরগরম বলিউড। এবার চর্চায় অমিতাভ-অনুরাগ তরজা! মোদি সরকারের স'মালো'চনায় সরব হয়ে পরিচালক অনুরাগ কাশ্যপ ঠুকলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে।
বিগ বিকে একহাত নিয়ে অনুরাগ বললেন, 'আপনি বিশ্রাম নিন, এ যুগের গব্বর, দেখে নেব!' পাশাপাশি প্রশ্ন উঠেছে 'গব্বর' বলে কাকে সম্বোধন করলেন অনুরাগ?
সিনিয়র বচ্চনকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিয়ে অনুরাগ বলেন, 'আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন। এবার সামনে গব্বর হোক কিংবা সিংহ অথবা শাকাল, সবাইকে দেখে নেব।'
ঘটনার সূত্রপাত আসলে অমিতাভের করা একটি টুইট নিয়ে। দিন কয়েক আগেই বিগ বি একটু টুইটে লিখেছিলেন, 'নতুন বছর আসতে বাকি আর মাত্র কয়েক দিন। এত চিন্তা করার কোনও কারণ নেই, ১৯ থেকে খালি ২০ হচ্ছে, এটাই যা।' এই টুইটের প্রেক্ষিতেই অনুরাগ কাশ্যপ পালটা বা'ক্যবা'ণ ছোঁড়েন।
রিটুইট করে লেখেন, 'এবার আর শুধু ১৯-২০ এর পার্থক্য নেই, এবার তফাতটা আরও বড়। আপনি আপাতত শুধু নিজের শরীর যত্ন নিন। আপনার যা করার ছিল তা আপনি সাতের দশকেই করে নিয়েছেন (অ্যাং'রি ইয়ং ম্যান চরিত্রে ভিলে'নদের বি'রু'দ্ধে রুখে দাঁড়িয়ে)। তখন থেকেই আমার ভিতরের বচ্চনকে নিয়ে আমি বয়ে বেড়াচ্ছি।
অনুরাগ বলেন, এবার সামনে গব্বর আসুক কিংবা সিংহ, বা শাকাল আমিই দেখে নেব।' ব্যস, অনুরাগের পালটা উত্তরের পর ফের সিএএ ইস্যু নিয়ে সরগরম ওয়েব দুনিয়া। 'গব্বর' বলে কি তাহলে মোদিকে সম্বোধন করলেন অনুরাগ? একথাই বলছেন নেটিজেনরা।