বিনোদন ডেস্ক : 'পয়লা জানুয়ারির মধ্যে নতুন ছবির ঘোষণা করুন নয়তো আত্মহ'ত্যা করব', 'কেন এরকম করছো শাহরুখ', 'হিরো ছবিটি হিট হয়নি, কিন্তু ডিয়ার এসআরকে, আমার কাছে তুমিই একমাত্র হিরো, কামব্যাক করো প্লিজ'...,
টুইটার জুড়ে এখন শাহরুখ অনুরাগীদের বেশিরভাগের চিত্রটা ঠিক এই রকম। উঠেছে হ্যা'শট্যা'গ ঝড় 'উই ওয়ান্ট অ্যানাউন্সমেন্ট, এসআরকে'। মিলেছে হু'ম'কিও, মিলেছে নিজেকে শেষ করে দেওয়ার মতো মন্তব্যও, ফ্যানেদের দাবি একটাই, 'ফিরে এসো, কিং খান'।
শাহরুখকে শেষ দেখা গিয়েছিল, আনন্দ এল রাই পরিচালিত 'জিরো' ছবিতে। সঙ্গে ছিলেন ক্যাটরিনা এবং অনুষ্কার মতো হেভিওয়েট অভিনেতারাও। কিন্তু হায়! শেষর'ক্ষা হয়নি সেই ছবিতেও। শাহরুখের ম'ন্দার ফাঁ'ড়া যেন কাটতেই চায় না। 'জিরো'-ও বক্স অফিসে সুপার ফ্ল'প। ফ্যানেদের চোখে জল।
আবে'গের ব'শে কেউ লিখলেন, 'বুড়ো হয়ে গেছ। ছেড়ে দাও অভিনয়'। কেউ লিখলেন, 'এ সব এখন আর চলে না'। শাহরুখ কি নিজেও ভেঙে পড়েছেন কিছুটা? ইদানীং পরিবারের সঙ্গেই তাকে বেশি সময় কাটাতে দেখা যায়।
গু'ঞ্জ'ন ওঠে যে, দক্ষিণী কোনও পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। কখনও বা শোনা যায় রাজকুমার হিরানির সঙ্গেই নাকি জুটি বাঁধবেন তিনি। কিন্তু না, ২০১৮ সালের পর এসআরকে'র আর কোনও ছবি মুক্তি পায়নি সেলুলয়েডে।