বিনোদন ডেস্ক : শাকিব খান বেশ কিছুদিন ধরেই ভালো নেই। এক সপ্তাহ ধরে অ'সু'স্থ তিনি। সম্প্রতি পেটের সমস্যা নিয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যেতে হয়েছে তাকে। বিষয়টি নিশ্চিত করেন শাকিব খানের ঘনিষ্ঠজন প্রযোজক ইকবাল।
এ প্রসঙ্গে ইকবাল বলেন, ‘কয়েক দিন শাকিব খান বেশ অ'সু'স্থ হয়ে পড়েছিলেন। গ্যা'স্ট্রি'কের স'ম'স্যা বেড়ে গিয়েছিল। এরপর তাকে ল্যাবএইডে নেওয়া হয়। এখন অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। আপাতত শুটিংয়েও অংশ নিচ্ছেন না। পুরোপুরি সুস্থ হয়ে তবেই শুটিংয়ে ফিরবেন।’
শাকিব খান 'বীর' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। কাজী হায়াৎ পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করছেন মো. ইকবাল। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এছাড়া অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকি আলমগীর, কাবিলা প্রমুখ।
কয়েক মাস আগে একবার অ'সু'স্থ হয়ে পড়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। জ্ব'রে আ'ক্রা'ন্ত হয়ে বেশ কয়েক দিন শয্যাশায়ী ছিলেন। আবার অ'সু'স্থ হয়ে শয্যাশায়ী তিনি।