মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১০:০১:১৬

নাগরিকত্ব আইনকে মুসলিমবিরো'ধী আখ্যা দিয়ে যা বললেন স্বস্তিকা মুখার্জী

নাগরিকত্ব আইনকে মুসলিমবিরো'ধী আখ্যা দিয়ে যা বললেন স্বস্তিকা মুখার্জী

বিনোদন ডেস্ক : গত ১২ ডিসেম্বর ৫৫ বছরের পুরনো নাগরিকত্ব আইনে সং'শো'ধন করে ভারত। সং'শো'ধিত আইনে প্রতিবেশি তিন দেশ থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। 

আইনটিকে মুসলিম বিরো'ধী আ'খ্যা দিয়ে দেশজুড়ে চলছে বিক্ষো'ভ। সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহ'ত হয়েছে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন স্বস্তিকা।

পোস্টে স্বস্তিকা লেখেন, ‘আদাব/নমস্কার। আমার নাম স্বস্তিকা মুখার্জী। তা না হয়ে রাজিয়া খাতুন বা শবনম খান হলেও অসুবিধা হত না। আমি এই দেশের নাগরিক, এ দেশ আমার এটাই শেষ কথা। আমি খেটে খাওয়া মানুষ, আরো সহস্র কোটি মানুষের মতই মুখে রক্ত তুলে খেটে খাই। গদিতে বসে ধর্মের নামে মানুষকে পি'শা'চ বানিয়ে লা'ঠি ঘো'রাতে দেব না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে