আমিরের ‘গজিনি’ বাংলায়!
বিনোদন ডেস্ক : ‘এসকে মুভিজ’ এবং বাংলাদেশের ‘জ্যাজ মাল্টিমিডিয়া’র যৌথ প্রযোজনায় এই ছবির আপাতত শ্যুটিং চলছে ভারতের হায়দরাবাদে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ওম, নুসরত ফারিয়া, রিয়া সেন এবং আশিস বিদ্যার্থী।
পারফেকশনিস্ট আমির খান অভিনীত ‘গজিনি’র প্রদীপ রাওয়া’কে মনে আছে? ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা। তিনিই এবার বাংলা ছবিতে মুখ দেখাতে চলেছেন। ছবির নাম ‘হিরো ৪২০’। এই প্রথম কোনও বাংলা ছবিতে অভিনয় করছেন প্রদীপ।
জানা গিয়েছে, তিনি নাকি ছবির ভিলেন। চরিত্রের নাম অনুকূল রায়। ‘এসকে মুভিজ’ এবং বাংলাদেশের ‘জ্যাজ মাল্টিমিডিয়া’র যৌথ প্রযোজনায় এই ছবির আপাতত শ্যুটিং চলছে হায়দরাবাদে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ওম, নুসরত ফারিয়া, রিয়া সেন এবং আশিস বিদ্যার্থী। পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজিত মণ্ডল এবং বাংলাদেশের সৈকত নাসির। ছবিতে প্রদীপ রাওয়া এবং আশিস বিদ্যার্থীকে প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে। কে রেলমন্ত্রী হবে, সেই নিয়ে দু’জনের পারস্পরিক দ্বন্দ্ব। সেদিক থেকে বলতে গেলে তাকে খলনায়ক বলা যায়। তবে তাকে পুরোপুরি খলনায়ক বলা যাবে না! আর প্রদীপের অত্যন্ত পেশাদার অভিনেতা। সকালে সেট’এ এসে সারাদিন ক্যামেরার পাশে বসে থাকেন। বাংলা উচ্চারণের খুঁটিনাটিগুলো জেনে নেন। যত দীর্ঘই সংলাপ থাক না কেন, তার উচ্চারণ এবং অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছে সবাই! আগামী ফেব্রুয়ারিতে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
২৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�