শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৮:২৪

২০১৬ সালে হলিউড ভক্তদের জন্য নতুন কি চমক?

 ২০১৬ সালে হলিউড ভক্তদের জন্য নতুন কি চমক?

বিনোদন ডেস্ক: এইজ অফ আল্ট্রন', 'অ্যান্ট ম্যান' এবং 'ফ্যান্টাস্টিক ফোর'- এর মতো সুপারহিরো সিনেমা প্রত্যাশা অনুযায়ী সাড়া জাগাতে পারেনি। তবে ২০১৬ সালে, কমিকপাগলরা পেতে যাচ্ছেন বহুল প্রতীক্ষিত বেশ কিছু কমিকনির্ভর চলচ্চিত্র দেখার সুযোগ। ৫ মার্চ মুক্তি পাচ্ছে 'ম্যান অফ স্টিল' এর সিকুয়াল 'ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস'। ব্যাটম্যান-সুপারম্যান এর দ্বৈরথ এবং ওয়ান্ডার উইম্যানকে সঙ্গে নিয়ে পৃথিবীর ধ্বস ঠেকানোর গল্প দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন অনেকেই। একই সঙ্গে ডিসি কমিক্স ইউনিভার্সের 'সুইসাইড স্কোয়াড'ও আসছে ২০১৬ সালেই। ভক্তরা অপেক্ষা করছেন জ্যারেড লেটোকে নতুন জোকার হিসেবে বরণ করে নেয়ার জন্য। দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স', 'স্পেক্টার', 'জুরাসিক ওয়ার্ল্ড' - ২০১৫ সালটা হলিউডপ্রেমীদের জন্য ছিল ব্লকবাস্টারের বারুদে ঠাসা এক বছর। ২০১৬ সাল তাদের জন্য নতুন কি চমক নিয়ে আসছে? ডিসি আর মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের লড়াইটাও জমবে বেশ। ক্যাপ্টেন আমেরিকা আর আয়রন ম্যানও ফিরছেন ২০১৬ সালেই। তবে এবার পরস্পরের মুখোমুখি এই দুই অ্যাভেঞ্জার। সঙ্গে চমক হিসেবে থাকছে তরুণ 'স্পাইডার ম্যান'- এর অন্তর্ভূক্তি। 'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার'-এর পাশাপাশি মারভেল জগতের আরেক সুপারহিরো 'ডক্টর স্ট্রেঞ্জ' হিসেবে অতিমানবদের কাতারে দাঁড়াতে যাচ্ছেন 'শার্লক' খ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচ। আরো মুক্তি পাবে, 'ডেডপুল', 'এক্স মেন: অ্যাপোক্যালিপস' এবং 'গ্যাম্বিট' এর মতো জনপ্রিয় কমিক ফ্র্যাঞ্চাইজি থেকে নির্মিত সিনেমাগুলো। এক দশক পর বড় পর্দায় ফিরে সব রেকর্ডকে অনায়াসে ছাড়িয়ে গেছে 'স্টার ওয়ার্স'। ফ্র্যাঞ্চাইজিটি সপ্তম সিনেমা 'দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স' এখন হলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা। চার দশক আগে, ১৯৭৭ সালে যে অভিযান শুরু হয়েছিল, তারই প্রিকুয়াল হিসেবে 'স্টার ওয়ার্স' আবারও ফিরবে আগামী বছর। সিরিজটির অষ্টম সিনেমা 'দ্য রোগ ওয়ান' মুক্তি পাবে ২০১৬ সালের ডিসেম্বর মাসে। জে কে রাওলিং এর অনবদ্য সৃষ্টি 'হ্যারি পটার' এর জাদুকরী দুনিয়াও ফিরছে নতুন রূপে। এডি রেডমেইন তার অদ্ভুতুড়ে জানোয়ারগুলো নিয়ে হাজির হবে 'ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম' নিয়ে নভেম্বর মাসে। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার সিকুয়ালও মুক্তি পাচ্ছে ২০১৬ তে। 'জুল্যান্ডার টু', 'ব্রিজিট জোন্সেস বেইবি' ছাড়াও দর্শকরা পর্দায় আবার ফিরে পাচ্ছেন দুর্ধ্বর্ষ গোয়েন্দা জেইসন বর্নকে। দীর্ঘ ছয় বছর পর বর্ন চরিত্রে আবারও দেখা যাবে মূল ট্রিলজির নায়ক ম্যাট ড্যামনকে। গ্যালাকটিক ইউনিভার্সের আরো একটি দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজি 'স্টার ট্রেক'-এর নতুন সিনেমাটি মুক্তি পাবে ২০১৬র জুলাইয়ে। সত্তরের দশকে হলিউডে মল্লযুদ্ধবিষয়ক সিনেমার নতুন ঘরানার জন্ম দেয়া 'রকি' ফিরছে। রকির চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাপোলো ক্রিডের ছেলেকে মল্লযোদ্ধা হিসেবে গড়ে তোলার গল্প নিয়ে সিলভেস্টার স্ট্যালোন ফেব্রুয়ারিতে নিয়ে আসছেন 'ক্রিড'। এছাড়াও মুক্তি পাবে 'ডাইভারজেন্ট' সিরিজের নতুন সিনেমা 'অ্যালিজিয়েন্ট' এবং 'ইন্ডিপেন্ডেন্স ডে' সিরিজের 'রিসার্জেন্স'। অ্যানিমেটেড সিনেমার ভক্তরাও বেশ আনন্দিত হবেন ২০১৬ সালে মুক্তি পেতে যাওয়া অ্যানিমেটেড সিনেমার তালিকাটি দেখে। অ্যালিসের রহস্যময় জগতকে আবার পর্দায় আনছেন পরিচালক টিম বার্টন, নতুন সিনেমা 'অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস' মুক্তি পাবে মে মাসে। 'কুংফু প্যান্ডা', 'ফাইন্ডিং নিমো' এবং 'আইস এইজ' ও ফিরবে বড় পর্দায়। গেইমিং জগতের বেশ কিছু চরিত্রও প্রাণ পাবেন সেলুলয়েডে। খুনে গুপ্তঘাতকের চরিত্রে মাইকেল ফাসবেন্ডার পর্দায় হাজির হবেন জনপ্রিয় গেইম 'অ্যাসাসিন্স ক্রিড' এর সিনেমায়। থাকছে 'অ্যাংরি বার্ডস' এর মত অ্যান্ড্রয়েডে জনপ্রিয় গেইমের সিনেমাও। ভূত তাড়াতে সিদ্ধহস্ত যে পাঁচ কর্মী আশির দশক মাতিয়ে রেখেছিলেন, সেই ঘোস্টবাস্টাসর্রাও ফিরছেন। ২০১৬ সালে রিমেইক হতে যাওয়া সিনেমাটি এবার নারীকেন্দ্রিক, অর্থাৎ ঘোস্টবাস্টার্সরা সবাই নারী। এছাড়াও পঞ্চাশের দশকের ধ্রুপদী সিনেমা 'বেন হার'ও পুনর্নির্মিত হবে নতুন বছরে। ২৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রদিপ/পিবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে