‘আন্ডার কনস্ট্রাকশন’ জানুয়ারিতে
বিনোদন ডেস্ক : সমকালীন ঢাকা শহরের প্রেক্ষাপটে ‘রয়া’ নামের মধ্যবিত্ত এক নারীর আত্মানুসন্ধানের গল্প নিয়ে নির্মাতা রুবাইয়াত হোসেন নির্মাণ করেছেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’।
আগামী ২২ জানুয়ারিতে এ ছবিটি স্বল্প পরিসরে মুক্তি পাচ্ছে। ছবিটি প্রদর্শনের জন্য চুড়ান্ত করা হয়েছে কয়েকটি প্রেক্ষাগৃহ। এর মধ্যে রয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা ও শ্যামলী।
গল্পে দেখা যাবে, ‘রয়া’ একজন থিয়েটারের মেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটককে ঢাকা শহরের যক্ষপুরীর সঙ্গে তুলনা করে সে। পাশাপাশি গার্মেন্টসকর্মী ময়নার সঙ্গে ‘রয়া’র জীবনের তুলনার মধ্য দিয়ে নগরজীবনের নারীর সংগ্রামের এক চিত্র ফুটে উঠেছে এই ছবিতে।
এ ছবিতে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী ও অভিনেতা রাহুল বোস। এ ছবিতে আরও আছেন শাহাদাত, মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী প্রমুখ।
ছবিতে গান থাকছে তিনটি। এর মধ্যে অর্ণবের সংগীতায়োজনে রয়েছে রবীন্দ্রসংগীত ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের ডাক দিয়েছে’। গান দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ি। পুরো ছবির আবহসংগীত করেছেন অর্ণব।
এদিকে প্রেক্ষাগৃহে প্রদর্শনের আগেই ঢাকার দর্শকেরা ছবিটি দেখতে পাবেন ১৪ জানুয়ারি, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ উৎসবের উদ্বোধনী ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’ । উৎসবে আবারও ছবিটি দেখা যাবে ১৮ জানুয়ারি, কেন্দ্রীয় গণ গ্রন্থাগারে।
এছাড়া আগামী বছর ফেব্রুয়ারি মাসে ফ্রান্সের একটি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি। এ ছাড়া, ছবিটি ফিলিপাইনের সালামিন্দানাও এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে জিতেছে গোল্ডেন ডুরিয়ান পুরস্কার।
২৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�