মুম্বাইতে পুরস্কৃত বাংলাদেশের ‘পোস্টার’
বিনোদন ডেস্ক : ‘দি পোস্টার’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন তরুণ নির্মাতা আসিফ খান। তিনি এটি নির্মাণ করেছেন অমর কথাসাহিত্যিক ও নির্মাতা জহির রায়হানের ছোটগল্প অবলম্বনে।
চারিদিকে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির জয়জয়কার ছিল চলতি বছরজুড়েই। কখনো তুরস্কের কোনো ফেস্টিভালে, কখনো জার্মানে, কখনো ভারতে, কখনো দাদা সাহেব ফালকে আবার কখনো ইউরোপের বড়সর কোনো ফেস্টিভালে পুরস্কৃত হওয়ার খবর নিয়মিতই শোনা গেছে। আর এবার ভারতে গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কৃত হল ‘দি পোস্টার’।
মুম্বাই -এর ‘ইয়াপ টিভি শর্ট ফিল্ম কন্টেস্ট ২০১৫’ এ বিজয়ী হয়েছে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘দি পোস্টার’। আসিফ খান পরিচালিত ও প্রযোজিত ছবিটি ৪০৭ টি ছবি পিছনে ফেলে পৌঁছে গেল সর্বোচ্চ ২০টি ছবির মধ্যে। অতঃপর বিচারকদের রায় এবং অনলাই্ন দর্শকদের ভোটে বিজয়ী হয় ‘দি পোস্টার’।
৩ ডিসেম্বর মুম্বাই জে ডাব্লিও ম্যারিওট-এ পুরস্কারস্বরূপ আসিফ খানের হাতে ১ লক্ষ রুপি তুলে দেন বলিউড স্টার অভিষেক বচ্চন, নির্মাতা সুধির মিশ্র এবং ইয়াপটিভি পরিচালক।
‘দি পোস্টার’ এ অভিনয় করেছেন ইহতিশাম আহমেদ, মম শিউলি, হাসনাত রিপন, ফারগানা মিল্টন, ভিকি জাহেদ, আসলাম, মাসুদুর রহমান, আব্দুল খালেক, শাকিলা, ইথান, তুষার, ইরতিজা হাসানসহ অনেকে।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন বিদ্রোহী দিপন। সঙ্গীত পরিচালনা ও সম্পাদনা করেছেন রাজেশ কাপুর। প্রযোজনা করেচেন আসিফ খান ফিল্মস প্রোডাকশন। সহ-প্রযোজনা ও পরিবেশনায় আছে ভারতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি।
২৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�