২০১৫ সালে ঢাকাই সিনেমায় অভিষক হলো যাদের
বিনোদন ডেস্ক : চলতি বছরে কেমন কেটেছে চলচ্চিত্রাঙ্গন? সে হিসেব না হয় পরে কষা যাবে। তবে এর আগে একটু হিসেব করা যাক যে, চলতি বছরে ক’জন নায়ক ও নায়িকার অভিষেক ঘটেছে ঢাকাই সিনেমাতে?
সূত্র বলছে, অন্তত ১৬ জন নায়ক নায়িকার অভিষেক হয়েছে এ বছর। যারা নিজেদর অভিনয় দক্ষতা দিয়ে নিজেদের একটা অবস্থানও তৈরি করতে সক্ষম হয়েছে চলচ্চিত্রপাড়ায়। শুধু তাই নয়, অনেকই একের পর এক চলচ্চিত্রে চুক্তিবদ্ধও হচ্ছেন। তবে এ বছর সব থেকে বেশি আলোচনায় ছিলেন পরীমণি ও নুসরাত ফারিয়া। তাদের সাফল্য চোখে পড়ার মত। তবে অন্যরা কিন্তু একেবারেই পিছিয়ে নেই।
ঢাকাই সিনেমাতে গ্লামার গার্ল হিসেবে ব্যাপক পরিচিত রয়েছে পরীমনির। এই নায়িকা তার প্রথম সিনেমা মুক্তির আগেই ডজন খানেক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এ বছরের ২৭ ফেব্রুয়ারি শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমাটি মুক্তি পায়। এতে তিনি আনিসুর রহমান মিলন ও জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন। এ ছবিতে তার অভিষেক ঘটে ঢাকাই সিনেমাতে।
যুগল পরিচালক রয়েল অনিক পরিচালিত ‘গেইম’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমাতে অভিষেক ঘটে অমৃতা। এ ছবিটি মুক্তি পায় ২০১৫ সালের ২ জানুয়ারি। এ ছবিতে তিনি অভিনয় করেন নিরবের বিপরীতে।
চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত প্রথম সিনেমা ‘কার্তুজ’ দিয়ে ঢাকাই সিনেমাতে অভিষেক ঘটে ফারজানা রিক্তার। এ ছবিটি মুক্তি পায় এ বছরের ৬ মার্চ। তিনি এতে অভিনয় করেন চিত্রনায়ক সম্রাটের বিপরীতে।
মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা ‘বোঝে না সে বোঝে না’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নতুন নায়ক আকাশ খানের। ছবিপি গত ৮ মে সারা দেশে মুক্তি পায়। তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা আঁচল আঁখি।
আকরাম খান শুভ পরিচালিত ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিয়া বৃষ্টির। ১৫ মে এ সিনেমাটি মুক্তি পায়।
এস আই খান পরিচালিত অচেনা হৃদয় সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে এ বি এম সুমনের। এতে তার বিপরীতে অভিনয় করেন রসূন আজাদ। ছবিটি সারাদেশে মুক্তি পায় ২২ মে।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের বড় পর্দায় অভিষেক হয় সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ চলচ্চিত্র দিয়ে। এ সিনেমাটি এ বছরের ৭ আগস্ট ঢাকাসহ সারা দেশে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন সাইমন সাদিক।
উপস্থাপক ও মডেল নুসরাত ফারিয়া জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দা অভিষেক ঘটে আলোচিত উপস্থাপক ও মডেল নুসরাত ফারিয়ার। যৌথ প্রযোজনার এ সিনেমাটি এ বছরে ইদুল আজহায় মুক্তি পায়। এতে তার বিপরীতে নায়ক ছিলেন কলকাতার অঙ্কুশ।
রিকিয়া মাসুদো পরিচালিত ‘দ্য স্টোরি অব সামারা’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় অভিষেক হয় ইমুর। তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক আমান রেজা। সায়েন্স ফিকশনধর্মী এ সিনেমাটি গত ২৮ আগস্ট সিনেমাটি মুক্তি পায়।
অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাক মেইল’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় দিপালীর। এ সিনেমাটি এ বছরের ২৮ আগস্ট সারা দেশে মুক্তি পায়।
এ আর মুকুল নেত্রবাদী পরিচালিত ‘মা-বাবা-সন্তান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে চমক তারার। এ সিনেমাটি মুক্তি পেয়েছে গত ৪ সেপ্টম্বর। এতে তার বিপরীতে অভিনয় করেন ফাহিম।
তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় রোমানা স্বর্ণার। এতে তার বিপরীতে অভিনয় করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। সিনেমাটি গত ১৬ অক্টোবর সারা দেশে মুক্তি পায়।
খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন মডেল ও অভিনেত্রী আলিশা প্রধান। এ নির্মাতার ‘অন্তরঙ্গ’ ও ‘ভুল যদি হয়’ শিরোনামের দুটি সিনেমায় অভিনয় করেন তিনি। এ বছরের ৬ নভেম্বর ‘অন্তরঙ্গ’ সিনেমাটি মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন ইমন।
জনপ্রিয় নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘চুপি চুপি প্রেম’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন প্রিয়ন্তী। চলতি বছরের ৬ নভেম্বর মুক্তি পায় এ ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করেন সাইমন সাদিক।
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত সিনেমা ‘অনিল বাগচীর একদিন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে আরেফ সৈয়দর। এ বছরের ১১ ডিসেম্বর ছবিটি মুক্তি পায়।
ইমদাদুল হক মিলনের ‘নদী উপাখ্যান’উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমাতে অভিষেক ঘটে মোহনা মোস্তফা মীমের। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।
২৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�