এবার চলচ্চিত্র নির্মাণে প্রসূন আজাদ
বিনোদন ডেস্ক : বাংলাদেশে সম্ভাবনাময়ী উজ্জ্বল নক্ষত্র প্রসূন আজাদ। অসম্ভব মেধা সম্পন্ন এই অভিনেত্রী এবার নিজেই চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন।
‘কুহেলিকা’ শিরোনামে একটি চলচ্চিত্র তিনি নির্মাণের ঘোষণা দিয়েছেন। এ চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন আহাদুর রহমান। নতুন বছরের ১৫ জানুয়ারি থেকে এর কাজ শুরু করার কথা রয়েছে। এখন অস্ট্রেলিয়াতে চলছে শুটিং-এর জন্য লোকশন বাছাই।
প্রসূন জানান, ‘কাজটি সম্পর্কে এখনই কিছু বলতে চাইছি না। পরিচালনার কোনো অভিজ্ঞতা আমার নেই। গল্পটি নিজের বলেই কাজটি করতে যাচ্ছি। এখন সিডনির বিভিন্ন জায়গা ঘুরছি। লোকেশন দেখছি। ১৫ জানুয়ারি থেকে শুটিং শুরু করার পরিকল্পনা আছে’।
প্রসূন বর্তমানে অস্ট্রেলিয়ায় ব্যস্ত আছেন ‘মৃত্যুপুরী’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। এতে তিনি অভিনয় করছেন নাইট ক্লাবের একজন নৃত্যুশিল্পীর ভূমিকায়।
এ প্রসঙ্গে তিনি জানান, ‘এই ছবিতে কাজ করতে গিয়ে কঠিন অভিজ্ঞতা হয়েছে। ছবিতে আমার চরিত্র ছিল নাইট ক্লাবের নৃত্যশিল্পী। কাজটি করার আগে চরিত্রটির কথা শুনেই রাজি হয়েছিলাম। ভেবেছিলাম নতুন অভিজ্ঞতা হবে, মজার হবে কাজটি। কিন্তু কাজটি করতে গিয়ে এত সমস্যায় পড়ব, বুঝিনি’।
তিনি বলেন, ‘সিডনির একটি সত্যিকারের নাইট ক্লাবেই শুটিং হয়েছিল। ক্লাবের সাপ্তাহিক ছুটির দিনে কাজটি করা হয়। ওই ক্লাবে যারা নিয়মিত নাচ করেন, তারা আমার সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছিলেন। তারা পেশাদার নৃত্যশিল্পী। তাই তাদের সঙ্গে নাচতে খুব সমস্যা হয়’।
২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�