অনন্য মামুন আর পারবেন না ছবি নির্মাণ করতে
বিনোদন ডেস্ক : নির্মাতা অনন্য মামুন নতুন করে আর কোন ছবি নির্মাণ করতে পারবেন না। এমন সিদ্ধান্তই জানিয়ে দিয়েছেন বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতি।
গতকাল শনিবার বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালকদের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এখান থেকেই জানানো হয়, পরিচালক সমিতির সদস্য পদ না পাওয়ায় নতুন কোন চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন না অনন্য মামুন।
এ সভায় অনন্য মামুন পরিচালক সমিতির সদস্য পদ পাবেন কি না এ নিয়ে ‘হ্যাঁ’ ‘না’ ভোটের ব্যবস্থা করা হয়। এতে সদস্যপদ বাতিলের পক্ষেই বেশি ভোট পড়ে।
তবে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তার নির্মাণার্ধীন সিনেমাগুলো মুক্তিতে বাধা নেই। কিন্তু এরপর আর নতুন কোন সিনেমার অনুমোদন পাবেন না এ পরিচালক।
এদিকে আগামী জুন মাসে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় যদি অনুমতি মেলে তবেই তার নির্মাণে ফেরার সুযোগ আছে বলে জানিয়েছে সমতি সূত্র।
এ সভায় অনন্য মামুনসহ পরিচালক সমিতির সভাপতি, সহ সভাপতি, মহাসচিব, সিনিয়র পরিচালক সৈয়দ হাসান ইমাম, আমজাদ হোসেনসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২১ জুন, পরিচালক সমিতির এক বৈঠকে শিক্ষাগত যোগ্যতার জাল সনদপত্র, জালিয়াতি করে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের নামে ভারতীয় ছবি বাংলাদেশে প্রদর্শনসহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে পরিচালক সমিতি সদস্য পদ বাতিল করে সমিতি থেকে বহিস্কার করে অনন্য মামুন কে।
২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�