রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:১১:০৭

অখণ্ড ভারতে গরুর মর্যাদা কি হবে: ফারুকী

অখণ্ড ভারতে গরুর মর্যাদা কি হবে: ফারুকী

বিনোদন ডেস্ক : বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব সম্প্রতি বলেছিলেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান নিয়ে ‘অখণ্ড ভারত’ প্রতিষ্ঠার কথা। তার এমন বক্তব্যকে হাস্যকর বলে যেমন আখ্যায়িত করা হয়েছে, তেমন এ বক্তব্যে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। যেমন রাম মাধবের ওই বক্তব্য নিয়ে বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি বেশ রসালভাবেই নানা মন্তব্য করেছেন। যা নিয়ে চলঝে ব্যাপক আলোচনা। ফারুকী লিখেছেন, ‌‘পত্রিকায় পড়লাম বিজেপির সাধারণ সম্পাদক বলেছেন ‘ভারত-বাংলাদেশ-পাকিস্তান এক সময় এক হয়ে যাবে’। তিনি আরও লিখেছেন, ‘তামাশা করে বলছি না, সিরিয়াসলি এই প্রথম বিজেপির কোনো নেতার কথা আমার মনে ধরেছে। ভাগ যখন করা গেছে জোড়াও তখন নিশ্চয়ই লাগানো যাবে। ধর্মের ভিত্তিতে দেশভাগের মধ্যেই নিহিত আছে সকল সর্বনাশের মূল। উপমহাদেশ এখনো এই ক্ষত খাউজাইয়া রক্ত ঝরাচ্ছে। এই বিষয়ে পরে কখনো লেখা যাবে’। এরপর তিনি একই স্ট্যাটাসে একটু গ্যাপ দিয়ে লিখেন, ‘এবার একটু তামাশা করতেই হচ্ছে’ । তিনি এর নিচেই লিখেন, ‘প্রশ্ন হলো, সেই অখন্ড দেশে গরুর সামাজিক অবস্থান ও মর্যাদা কি হবে? গরুর ব্যাপার সুরাহা না করে মানুষের জন্য সেই দেশ কেমনে রচিত হবে’? ২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে