রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৭:৪৯

ভক্তদের দারুণ সুখর দিলেন বাপ্পারাজ

ভক্তদের দারুণ সুখর দিলেন বাপ্পারাজ

বিনোদন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্র জগতের অতি পরিচিত মুখ বাপ্পারাজ। যিনি তার ক্যারিয়ারে দর্শক নন্দিত বহু ছবি উপহার দিয়েছেন। একে ধারে তিনি নায়ক কখনো বা খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন। দীর্ঘদিন চলচ্চিত্রের বাহিরে থাকা এই মানুষটি ভক্তদের সুখবর দিয়েছেন। তিনি আবারো ফিরছেন চলচ্চিত্রে। নতুন একটি চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘মিসড কল’ শিরোনামের একটি চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে। এর আগে ‘কার্তুজ’ চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন তিনি। চিত্রনায়ক থেকে খলনায়ক চরিত্রে কাজ করা প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘আমার মনে হয় নায়কের চেয়ে খলনায়ক চরিত্র বেশি চ্যালেঞ্জের। কারণ নায়ক সবসময় দর্শকদের কাছে পজিটিভ। কিন্তু দর্শক খলনায়ককে যখন বিচার করে তখন তার খুটিনাটি একটু বেশিই দেখে। খলনায়ক চরিত্র আমি উপভোগ করছি।’ দেশের চলচ্চিত্রের অবস্থা এখন অনেকটা সমালোচিত। বছরে ছবির সংখ্যা বাড়লেও সাফল্যের ঝুড়িটা এখনও খুব একটা পরিপূর্ণ নয়। এ নিয়ে হতাশার অনেক কথা বলছেন সংশ্লিষ্টরাও। ডিজিটাল প্রযুক্তি আসার পর চলচ্চিত্রের সংখ্যা বাড়লেও কমেছে মান। গল্পের ক্ষেত্রেও নকলের অভিযোগ আসছে নিয়মিত। এ বিষয়গুলো নিয়ে বাপ্পারাজ বলেন, ‘মাঝে একটা খারাপ সময়ের পর এখন আমরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। তবে সমালোচনার বিষয়গুলো সবার একটু সিরিয়াসভাবে নেওয়া উচিত। ডিজিটাল আসার পর আমাদের প্রযুক্তির উন্নতি হয়েছে। কিন্তু নেতিবাচক অনেক প্রভাব রয়েছে। কোনোমতে একটি নাটক বানিয়েই কেউ কেউ ভাবছে আমি চলচ্চিত্র বানাতে পারি। রেড ক্যামেরা তাদের এই সুবিধাটা করে দিয়েছে। কিন্তু তার কোনো অভিজ্ঞতা নেই। একটি চলচ্চিত্রে সহকারি হিসেবেও কাজ করেনি। এতে করে আমাদের চলচ্চিত্রের ক্ষতিটাই হচ্ছে।’ ২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে