রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ১০:১২:১৭

১০০ কোটিতে সালমানের দশ

১০০ কোটিতে সালমানের দশ

বিনোদন ডেস্ক : ১০০ কোটির ক্লাবের ‘সুলতান’ তিনি। নয় নয় করে তার ১০টি ছবি ঢুকে গিয়েছে ১০০ কোটির ক্লাবে। এই রেকর্ড আর কার আছে বলিউডে? সালমান খানের সেই ১০টি ছবি রইলো ৫০ তম জন্মদিনের শুভেচ্ছা হিসেবে। তিনি কি শুধুই স্টার? অভিনেতা হিসেবে কেমন? সালমান খানকে ঘিরে সমালোচনার অন্ত নেই। তবু একটি বাস্তব মনে করিয়ে দেওয়া ভাল। তার ১০টি ছবি আপাতত ১০০ কোটির ক্লাবে। ১/ ‘ওয়ান্টেড’ ব্যবসা করেছিল ১০০ কোটি টাকার কিছু বেশি। সেই শুরু। ২/ ‘দাবাং’-এর মোট ব্যবসা ছিল ১৩৮.৮৮ কোটি টাকা। ৩/ ‘রেডি’ ১১৯ কোটি টাকার ব্যবসা করেছিল। ৪/ ‘বডিগার্ড’ মোট ১৪৮.৮৬ কোটি টাকার ব্যবসা করেছিল। ৫/ ‘এক থা টাইগার’-এর ব্যবসার পরিমাণ ছিল ১৯৮.৭৮ কোটি টাকা। ৬/ ১৫৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘দাবাং ২’। ৭/ ‘জয় হো’-র ব্যবসার পরিমাণ ছিল ১১৬ কোটি টাকা। ৮/ ‘কিক’ সাড়া ফেলেছিল ২৩১.৮৫ কোটি টাকার ব্যবসা করে। ৯/ ‘বাজরাঙ্গি ভাইজান’ তো রেকর্ড করে ফেলেছে। ৩২০.৩৪ কোটি টাকা। ১০/ ‘প্রেম রতন ধন পায়ো’-ও ১০১.৪৭ কোটি টাকার ব্যবসা করে। তবে এবার সুলতার কি রেকর্ড গড়ে সেটাই দেখার বিষয়। ২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে