ভালোবাসা দিবসে ফারিয়ার ‘হিরো ৪২০’
বিনোদন ডেস্ক : আসছে ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া অভিনীতি দ্বিতীয় ছবি ‘হিরো ৪২০’। এতে তার সঙ্গে রয়েছে বলিউডের রিয়া সেন ও কলকাতার ওম।
এর আগে গেল সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল তার প্রথম চলচ্চিত্র ‘আশিকী’। এতে তার বিপরীতে ছিলেন কলকাতার অঙ্কুশ। এ ছবিতে ফারিয়ার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।
বর্তমানে ভারতের হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শেষ মুহেূর্তের চিত্রধারণের কাজ চলছে। ‘হিরো ৪২০’-এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, আগামী ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দেয়া হতে পারে।
‘হিরো ৪২০’ এর মুক্তির বিষয়ে ভারতে অবস্থানরত ছবিটির বাংলাদেশি পরিচালক সৈকত নাসির বলেন, ‘খুব সম্ভবত ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে দুই দেশের প্রযোজনা প্রতিষ্ঠান। এই মুহূর্তে রামুজি ফিল্ম সিটিতে ছবির শেষ মুহূর্তের কাজ চলছে। আগামী ৩০ ডিসেম্বর পুরো ইউনিট নিয়ে দেশে ফেরার সম্ভবনা রয়েছে।’
২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�