কে পড়াবেন মৌসুমীর নাকে নোলক?
বিনোদন ডেস্ক : ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি সম্প্রতি তার ফেসবুকে শুটিংয়ের কিছু ছবি আপ করে লিখেছেন ‘পলাশ ফুলের নোলক’। সঞ্জীব সরকার পরিচালিত একটি নাটকের নাম।
নাটকটির শুটিং চলছেপুবাইলে। এতে তার সহ-অভিনেতা হিসেবে আছেন সাব্বির। তবে ওই ছবি আপ হওয়ার প্রশ্ন জেগেছে, মৌসুমীর নাকে তবে কে পাড়াবে পলাশ ফুলের নোলক?
তবে এ প্রশ্নের উত্তর অজানাই থেকে গেল। জানা হল না কে পড়াচ্ছে মৌসুমীর নাকে পলাশ ফুলের নোলক! তবে ‘পলাশ ফুলের নোলক’-এর গল্প জানার জন্য আমাদের আগ্রহটাও বাড়লো। টিভির পর্দাতেই দেখে নিতে হবে মৌসুীকে কে পরাবে পলাশ ফুলের নোলক? ততক্ষণ অপেক্ষা ছাড়া কি আর করার।
২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�