সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ১২:১৯:৪৬

যে কারণে পুলিশ হতে চেয়েছিলেন পরীমণি

যে কারণে পুলিশ হতে চেয়েছিলেন পরীমণি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তিনি অল্প কিছু দিনের মধ্যেই জয় করে নিয়েছেন অসংখ্য মানুষের হৃদয়। ইতিমধ্যেই তার ৬টি ছবি দেশজুড়ে মুক্তি পেয়েছে। এছাড়া আরও বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়েও কাজ করছেন তিনি। ঢাকাই সিনেমার সফল পরীমণি কি ছোট বেলা থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন? একদমই না। এমন কোন লক্ষ্যই তার ছিল না। তিনি নায়িকা হবেন! তা কখনো ভাবেনও নি। তবে কি হতে চেয়েছিলন তিনি? তার একমাত্র লক্ষ্য ছিল তিনি একজন পুলিশ অফিসার হবেন। জানা গেছে, পরীমণির জীবনের লক্ষ্য কিংবা স্বপ্ন ছিল একজন পুলিশ কর্মকর্তা হওয়ার। সেভাবেই নিজেকে প্রস্তুতও করতে শুরু করেছিলেন। কিন্তু বিধি বাম। এখন ছবির নায়িকা হয়ে ‘পুলিশ অফিসার’ চরিত্রে অভিনয়ের মধ্যেই আপাতত সীমাবদ্ধ রাখতে হচ্ছে নিজেকে। তবে পুলিশ হওয়ার পেছনে তার এতটা আগ্রহের কারণ কি? এমন প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ‘আমার বাবা ছিলেন পুলিশে। আমার জন্মের পর আমার মা মারা যান। আর তারপর বাবা সবকিছু ছেড়ে চলে যান দেশের বাইরে। বাবা পুলিশ ছিলেন এটা জেনেই আমার আগ্রহ হয়েছিল পুলিশ অফিসার হওয়ার।’ পরীমনি বলেন, ‘আড়াই বছর বয়সে মাকে হারিয়েছি। তারপরই আমাকে নানা-নানির হাতে তুলে দিয়ে বাবা দেশ ছাড়েন। মাকে খুব ভালোবাসতেন বাবা। তাকে ছাড়া এই দেশে তিনি আর থাকতে চাননি। তাই বলতে পারেন, আমি ওই টুকুন বয়স থেকেই বাবা-মা ছাড়া বড় হয়েছি।’ ২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে