বিশ্বের সবচেয়ে বড় তারকা শাহরুখ খান!
বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় তারকাদের দলে স্থান পেয়েছেন। একটি পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত তারকাদের মধ্যে শাহরুখ খান অন্যতম! পরিসংখ্যানে আরও কিছু তথ্য প্রকাশ পেয়েছে যার ভিত্তিতে অনেকেই দাবি করছেন তিনি বিশ্বের সবচেয়ে বড় তারকা। ভারতীয় চলচ্চিত্র এখন সংখ্যার দিক দিয়ে চীন ও হলিউডকে চাড়িয়ে গেছে। ২০১২ সালে হলিউডের সিনেমার টিকিট বিক্রি থেকে আয় হয় ১.৩৬ বিলিয়ন ডলার। অন্যদিকে বলিউডের সিনেমার টিকিট বিক্রি থেকে আয় হয় ২.৬ বিলিয়ন ডলার। এই বিষয়টি উইকিপিডিয়া থেকে জানা যায়।
শাহরুখ খান ১৯৮০ দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন। শাহরুখ খান চৌদ্দবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এর মধ্যে আটটিই সেরা অভিনেতার পুরস্কার। তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০৫ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।
বর্তমানে শাহরুখ খান পৃথিবীর সফল চলচ্চিত্র তারকা। তার প্রায় ৩.২ বিলিয়ন ভক্ত এবং তার মোট অর্থসম্পদের পরিমাণ ২৩০০ কোটি রুপি-এরও বেশি। ২০০৯ সালে নিউজউইক তাকে বিশ্বের ৭৩ম ক্ষমতাশীল ব্যক্তির খেতাব দেয়। ওয়েলথ-এক্স সংস্থার বিচারে বিশ্বের সবথেকে ধনী হলিউড, বলিউড তারকার তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান পেয়েছেন। এক্ষেত্রে তিনি হলিউড তারকা ব্রাড পিট, টম ক্রুজ, জনি ডেপ দের পিছনে ফেলে দিয়েছেন। অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। শুধু মাত্র ভারতীয় উপমহাদেশে নয়, বিশ্বের সর্বত্রই তার ভক্তের দেখা পাওয়া যায়।
২০১৪ সালে শাহরুখ খান হলিউডের নায়ক টম ক্রুজের চেয়েও বেশি আয় করেন। শাহরুখের রয়েছে নিজস্ব প্রডাকশন হাউজ রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও শিশুদের বিনোদন প্রতিষ্ঠান কিডজ্যানিয়ার মালিক তিনি।
এ বছর শাহরুখ খান ৫০ বছর বয়সে পা দিয়েছেন। তার পরেও তিনি বিভিন্ন বয়সের নায়কের চরিত্রে অভিনয় করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্রে অভিনেতাদের কোনো বয়স থাকে না। আপনি কোনো অভিনেতাকে এজন্য পার্থক্য করতে পারবেন না। আপনি শুধু আপনার চরিত্রে অভিনয় করতে পারবেন। আপনার এ বিষয়টি মাথায় রাখতে হবে যে, আপনাকে নতুন কিছু দিতে হবে। অভিনেতা হিসেবে আপনাকে অন্যের কাছ থেকে শিখতে হবে।’
আন্তর্জাতিক ভাবে বিভিন্ন সম্মাননা পেয়ে সম্মানিত হয়েছেন শাহরুখ খান। ২০০৭ সালে ফরাসি সরকার কর্তৃক Ordre des Arts et des Lettres (শিল্পকলা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি) উপাধি লাভ। ২০০৬ সালে দুবাইয়ের গভর্নর প্রদত্ত সম্মাননা লাভ করেন। এবং ২০০৬ সালে শাহরুণের মোমের মুর্তি স্থাপন করা হয় মাদাম তুসোর মোমের জাদুঘরে।
২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�