সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৬:০২:৪৫

বলিউডের অজানা চমকপ্রদ ১৩টি তথ্য

বলিউডের অজানা চমকপ্রদ ১৩টি তথ্য

বিনোদন ডেস্ক : বলিউডের সিনেমা তো খুবই দেখা হয়। দিলওয়ালে থেকে শুরু করে বাজরিঙ্গি ভাইজান সব সিনেরমার ডায়লগই এখনো মনে রয়েছে। কারণ ২০১৫ সাল মানেই বলিউডের সফলতার বছর। আর এই বছরই মুক্তি পেয়েছে বলিউডের যত হিট ছবি। তাই কোন বাঁধাই আপনাকে ছবি দেখা থেকে বিরত রাখতে পারেনি। তবে আপনি কি জানেন বলিউডের এই তথ্যগুলো? তাহলে আসুন জেনে নেয়া যাক বলিউডের এই অজানা তথ্যগুলো:- ১) হিরোইন সিনেমায় কারিনা কাপুর ১৩০টি আলাদা আলাদা বিশ্বের সেরা ফ্যাশান ডিজাইনারের পোশাক পরেছিলেন। একটা সিনেমার জন্য আর কোনও বলিউড সিনেমার নায়িকার এত টাকার ড্রেসের আয়োজন করা হয়নি। এটাই বলিউডের সেরা ড্রেসবদলের সিনেমা! ২) যশরাজ ফিল্মসের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' সিনেমায় শাহরুখ যেই চরিত্রে অভিনয় করেছেন তার অাগে এই চরিত্রে সাইফ আলি খানের অভিনয় করার কথা ছিল, এ বিষয়টি অনেকেরই জানা। কিন্তু জানেন কী সবার আগে এই সিনেমায় কোন নায়কের অভিনয় করার কথা ছিল? তাহলে জেনে নিন, হলিউডের টম ক্রুজ এই ছবিতে রাজ মালহোত্রার চরিত্রে অভিনয় করার কথা ছিল। ৩) ওয়াইদা রহমান হলেন এমন এক অভিনেত্রী যিনি আলাদা আলাদা সিনেমায় অমিতাভ বচ্চনের মা ও প্রেমিকা দুটো চরিত্রে অভিনয় করেন। সুন্দরী এই নায়িকা আদালত (১৯৭৬ সালে) সিনেমায় বিগ বি-র প্রেমিকা, আর দু বছর পর মুক্তি পাওয়া ত্রিশূল সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেন। ৪) রাজ কাপুরের মেরা নাম জোকার হল প্রথম বলিউড সিনেমা, যেখানে একটা নয় দুটো বিরতি বা 'intervals' আছে। ৫) 'মুগল-ই-আজম' সিনেমা তিনটে ভাষায় রিলিজ করা হয়েছিল। এই 'trilingual movie'-হিন্দি, ইংরেজির পাশাপাশি তামিল ভাষাতেও রিলিজ হয়। কিন্তু তামিল সংস্করণে সুপারফ্লপ হওয়ার পর সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষায় তৈরি হওয়া সংস্করণটিও তুলে নেওয়া হয়। ৬) বলিউড হিরো আমির খান হলেন মৌলানা আবুল কালাম আজাদের বংশধর। ৭) 'কহো না প্যায়ার হ্যায়' সিনেমাটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ২০০২ সংস্করণে জায়গা পায়। কারণ মোট ৯২টি পুরস্কার জেতা হৃতিক-আমিশার এই সিনেমাটা সবচেয়ে বেশি পুরস্কৃত সিনেমা হিসেবে গিনস বুকে জায়গা করে নেয়। ৮) দেবানন্দ তার সিনেমার নাম রাখতেন সংবাদপত্রের শিরোনাম থেকে। ৯) বলিউডে দীর্ঘতম গান 'অব তুমহারে ওয়াতন সাথিয়ো' সিনেমার টাইটেল সংটি। ‘Ab Tumhare Hawale Watan Saathiyon’ নামের এই গানটি মোট ২০ মিনিটের। সিনেমায় পুরো গানটিকে ভেঙে ভেঙে তিনবার দেখানো হয়। ১০) ১৯৬০ সালে যখন ধর্মেন্দ্র দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন, তখন তাঁকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল ৫১ টাকা। ১১) বলিউডে অভিনেত্রী কলিক কোয়চলিনের প্রপিতামহ মওউরাইস কোয়চলিন প্যারিসের আইফেল টাওয়ার আর আমেরিকার স্ট্যাচু অফ লির্বাটি তৈরিতে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। ১২) বলিউডের সবচেয়ে দীর্ঘতম সিনেমা হল 'এলওসি কার্গিল'। মোট ৪ ঘণ্টা ২৫ মিনিটের এই সিনেমার পরিচালক জে পি দত্ত নিজে স্বীকার করেছিলেন, ছবিটা একটু বড় হয়ে গিয়েছে। ১৩) ভারতীয় সারা বছর মিলিয়ে মোট প্রায় ২০০ কোটি ৭০ লক্ষ টাকার সিনেমার টিকিট কাটেন, যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। কিন্তু সিনেমা দেখার গড় টিকিট মূল্য গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে কম। ২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে