মাঠে নয় সিনেমার পর্দায় থাকবেন যেসব খেলােয়াড়
বিনোদন ডেস্ক : কেউ বলবেন, নাটকীয়তা। যে কোনও মানুষেরই বিখ্যাত হওয়ার সংগ্রামের মধ্যে একটা নাটকীয়তা থাকে। সেটা খুব সার্থক ভাবে ধরতে পারলে বক্স অফিসে পয়সা আপসে আসতে থাকবে। আবার, বিখ্যাত মানুষের ভক্তরাও প্রিয় তারকার জীবনী দেখার জন্য ভিড় জমান প্রেক্ষাগৃহে। এই নিশ্চিত এক ধরনের দর্শকের উপস্থিতিও ছবিটাকে ফ্লপ হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। দেখা যাচ্ছে, এই দুই যুক্তি মাথায় নিয়ে ২০১৬-তে প্রচুর বায়োপিক তুলে ধরতে চলেছে বলিউড। তাদের কোনওটা মুক্তি পাবে ২০১৬-তে, কোনওটার বা কাজ শুরু হবে।
জয় ধোনি : মহেন্দ্র সিং ধোনির বায়োপিকের কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে। ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন সুশান্ত সিংহ রাজপুত। ধোনি নিজে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটা দেখার জন্য। কথা আছে, ২০১৬-র মাঝামাঝি মুক্তি পাবে ছবিটা।
বলিউডে পাকিস্তান : শুধু ধোনি নন, আরও দুই ক্রিকেটারকে নিয়ে বায়োপিক বানাচ্ছে বলিউড। তাদের মধ্যে এক জন পাকিস্তানের ইমরান খান। ইমরান সম্মতি দিয়েছেন ছবিটা বানানোর। আপাতত, ইমরানের ভূমিকায় অভিনয় করবেন কে, তার খোঁজ চলছে।
সোনার মেয়ে : মেরি কম-এর সাফল্যের পর বলিউড জোর গতিতে কোমর বেঁধেছে বেশ কয়েকজন স্পোর্টস স্টারকে নিয়ে। সেই ধারাতেই বলিউড বায়োপিকের তালিকায় নাম তুলেছেন সাইনা নেহওয়াল। সাইনা খুব চান, ছবিতে তার ভূমিকায় অভিনয় করুন দীপিকা পাড়ুকোন। দীপিকা এখনও পাকা কথা দেননি।
আজহার : মহম্মদ আজহারউদ্দিন বিস্মৃতি থেকে স্পটলাইটে ফিরছেন ২০১৬-য়। তার বায়োপিক আজহার-এর হাত ধরে। ইমরান হাশমিকে দেখা যাবে আজহারউদ্দিনের ভূমিকায়।
২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�