মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ১২:১০:২৬

২০১৫ সালের ভারতীয় সেরা ৭টি সিরিয়াল

২০১৫ সালের ভারতীয় সেরা ৭টি সিরিয়াল

বিনোদন ডেস্ক: ভারতীয় টিভি সিরিজগুলোতে এ বছর শাশুড়ি-বউয়ের দ্বন্দ্বমুখর আবহ থেকে রাতারাতি বেরিয়ে আসার একটা ইঙ্গিত মিলেছে। দর্শক চলতি বছর বেশি ঝুঁকেছেন নারীকেন্দ্রিক চরিত্র, ঐতিহাসিক পটভূমি এবং ভৌতিক গল্প নিয়ে নির্মিত টিভি সিরিজগুলোর দিকেই। ২০১৫ সালে তাই জনপ্রিয় হয়েছে 'ইয়ে হ্যায় মোহাব্বাতে', 'মেরি আশিকি তুমসে হি' এবং ‘ভারত কি বীর পুত্র'-এর মতো ভিন্নধর্মী টিভি সিরিজ। বড় পর্দার তারকারাও তাদের জাদু ছড়িয়েছেন ছোট পর্দায়। প্রিয়াঙ্কা তো পৌঁছে গেছেন হলিউডে, কাজ করেছেন মার্কিন নেটওয়ার্ক এবিসিতে প্রচারিত 'কোয়ান্টিকা'য়। শাহিদ কাপুর, ঋত্বিক রোশান এবং সোনাকশি সিনহার মতো তারকারাও তাদের উপস্থিতির জানান দিয়েছেন ছোট পর্দায়। সালমান, শাহরুখ এবং অমিতাভ রিয়ালিটির শোয়ের সঞ্চালক হিসেবে সাফল্যের পরিচয় দিয়েছেন। ১. ইয়ে হ্যায় মোহাব্বাতে- ২০১৩ সালে শুরু হলেও প্রতিদিনের ধারাবাহিকটি তুমুল দর্শকপ্রিয়তা পায় ২০১৫ সালে এসে। দিভইয়াঙ্কা ত্রিপাঠি এবং কারান প্যাটেল অভিনীত 'স্টার প্লাস'-এর এই সিরিয়ালটির গল্পে এ বছর এসেছে অনেক নতুন মোড়। সন্তান ধারণে অক্ষম এক নারীর প্রতিবেশীর ছোট্ট মেয়েটির সঙ্গে মাতৃসুলভ সম্পর্ক গড়ে ওঠা এবং সেই সম্পর্কের জের ধরেই এক সময় তার পিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার মধ্য দিয়ে এগিয়েছে সিরিয়ালটির কাহিনি। ২. মেরি আশিকি তুম সে হি- প্রেম ও পারিবারিক সম্পর্ক নিয়ে সিরিজটি কালার্স চ্যানেলে প্রচারিত হচ্ছে ২০১৪ সাল থেকে। দুই ঘনিষ্ঠ বন্ধুর প্রেমের সম্পর্ক মুখোমুখি হয় একের পর এক প্রতিবন্ধকতার। সেই বাঁধা পেরিয়ে নিজেদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাহিনি নিয়ে সিরিয়ালটির মূল দুই চরিত্রে রয়েছেন রাধিকা মাদান এবং শক্তি অরোরা। ৩. কুমকুম ভাগইয়া- জিটিভির টিভি সিরিয়ালগুলো জনপ্রিয়তা ধরে রাখতে পারছিল না একই ধরনের গল্প নিয়ে সিরিজ প্রচার করবার কারণে। তবে 'কুমকুম ভাগইয়া' সেই ধারায় পরিবর্তন এনেছে। এক স্বনির্ভর, দায়িত্বশীল তরুণীর ভাগ্যের ফেরে এক খামখেয়ালি রকস্টারের সঙ্গে বিয়ের বাঁধনে জড়ান। জীবনের প্রতি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পন্ন দুটি মানুষ কিভাবে একে অপরের কাছাকাছি আসেন, সেটা নিয়েই এগিয়েছে এই ধারাবাহিকের গল্প। সিরিয়ালটিতে অভিনয় করা শাব্বির আহলুওয়ালিয়া এবং স্মৃতি ঝাড় পেয়েছেন দারুণ প্রশংসা। ৪. ফেরিহা- এর আগের বছরই সিরিজটি মাতিয়েছিল পাকিস্তানি দর্শকদের। তুর্কি টিভি সিরিজ 'ফেরিহা' কেড়ে নিয়েছে ভারতীয় দর্শকদের মনও। জিন্দেগি নেটওয়ার্কের সিরিজটি তুলে এনেছে তুর্কি সংস্কৃতির ঝলক। ৫. সঙ্কট মোচন মহাবলী হনুমান- হিন্দু দেবতা হনুমানকে নিয়ে অ্যানিমেটেড এবং টিভি সিরিয়াল এর আগেও প্রচারিত হয়েছে ভারতীয় টিভি চ্যানেলগুলোতে। তবে সনি এন্টারটেইনমেন্টের এই সিরিজটি বিশেষ করে শিশু এবং প্রবীণ দর্শকদের মন কেড়েছে। কৃষ্ণের দৃষ্টিকোণ থেকে বর্ণণা করা হয়েছে হনুমানের মহানুভবতা এবং বীরত্বের গল্প। ৬. সাথ নিভানা সাথিয়া- দুই বোনের একই পরিবারে বিয়ে হওয়ার কাহিনি নিয়ে শুরু হয়েছিল 'সাথ নিভানা সাথিয়া'। পাঁচ বছর ধরে চলমান টিভি সিরিয়ালটি এখন ভারতের আদি ডেইলি সোপ ঘরানার একক প্রতিনিধি। শাশুড়ি-বউয়ের অনন্য সম্পর্কের গল্প বলা এ্রই সিরিয়ালের সঙ্গে ভারতীয় দর্শকের আত্মিক সংযোগের বিষয়টি অস্বীকার করার উপায় নেই। অনেক চরিত্রই পরিবর্তিত হয়েছে, কিন্তু সিরিজটির প্রতি দর্শকের আগ্রহ একটু্ও কমেনি। ৭. ভারত কা বীর পুত্র- মহারানা প্রতাপ- এটি আরেকটি ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিরিজ যা দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সনি এন্টারটেইনমেন্টের সিরিজটির ভিস্যুয়াল, প্রযুক্তিগত সমৃদ্ধি এবং অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। রাজপুত শাসক মহারানা প্রতাপের শৈশব থেকে যৌবনকাল পর্যন্ত তুলে ধরা হয়েছে এই সিরিজে। ২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রদিপ/পিবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে