এ বছর বিশ্ব মাতিয়েছে যেসব ছবি
বিনোদন ডেস্ক : বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। আর তাই বিশ্বের বিনোদন প্রিয়াসিদের কথা মাথায় রেখেই নির্মাণ করা হয় নানা ধরণের চলচ্চিত্র। হিলিউড,বলিউড, টালিগঞ্জ, ঢালিউডসহ বিশ্বের নানা দেশেই রয়েছে ফিল্ম ইন্ড্রাষ্টিজ। তবে এরমধ্যে হলিউড ছবি বিশ্বব্যাপী সমাদৃত।
এ বছর তথা ২০১৫ সালে হলিউডে অ্যাকশন, কমেডি, অ্যাডভেঞ্চার, রোমান্টিক, ড্রামা, মিউজিক্যাল, থ্রিলার, হররসহ বিভিন্ন ধরনের ছবিই মুক্তি পেয়েছে। তবে তার মধ্যে থেকে অ্যাকশন ও অ্যাডভেঞ্চার ছবিগুলোই এ বছর বিশ্ব মাতিয়েছে। ব্যবসাসফলতা ও দর্শকপ্রিয়তায় এ ধরনের ছবিগুলোই এগিয়েছিল।
এ ধারার ছবির মধ্যে সফলতার শীর্ষে অবস্থান করেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড‘, ‘দ্যা অ্যাভেঞ্জারস:এজ অব আলট্রন’, ‘ফিউরিয়াস সেভেন’, ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যায়োকনেস’, ‘মিশন ইম্পোসিবল: রগু নেশন’ ছবিগুলো।
এর বাইরেও কিছু ছবি ব্যবসায় খানিক পিছিয়ে থাকলেও আলোচনা ও প্রশংসায় ছিল এগিয়ে। এর মধ্যে ‘টার্মিনেটর-দ্যা জেনেসিস’, ‘সান আন্দ্রাস’, ‘অ্যান্ট ম্যান’ ‘ম্যাড মেক্স: ফিউরি রোড’, জেমস বন্ড সিরিজ ‘স্পেক্ট্রা’, ‘ক্রিড’, ‘টেকেন-৩’ প্রভৃতি। বড় তারকাদের চেয়ে ২০১৫তে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে চলতি প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিই ছিল বেশি। সব মিলিয়ে এবারের বছরটিকে হলিউডে ব্যবসা সফল ছবির বছরও বলা চলে।
বছরের ব্যবসা সফল ১০ ছবি :
১. জুরাসিক ওয়ার্ল্ড: (আয়: ৬৫ কোটি ২২ লাখ ৭০ হাজার ৬২৫ ডলার ) ২. দ্যা অ্যাভেঞ্জারস: এজ অব আলট্রন: (আয়: ৪৫ কোটি ৯০ লাখ ৫ হাজার ৮৬৮ ডলার) ৩. ইনসাইড আউট: (আয়: ৩৫ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৭১১ ডলার)
৪. ফিউরিয়াস সেভেন: (আয়: ৩৫ কোটি ৩০ লাখ ৭ হাজার ২০ ডলার) ৫ . মিনিয়নস: (আয়: ৩৩ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ৭৭০ ডলার) ৬ . স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যায়োকনেস: (আয়: ৩২ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার ১৪৬ ডলার ) ৭ . দ্যা হাঙ্গার গেমস মকিংজে পার্ট টু: (আয়: ২৫ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৬৮৩ ডলার) ৮. দ্যা মার্টিন: (আয়: ২২ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৯৯৮ ডলার) ৯. সিনড্রেলা (আয়: ২০ কোটি ১১ লাখ ৫১ হাজার ৩৫৩ ডলার) ১০.মিশন ইম্পোসিবল: রগু নেশন: (আয়: ১৯ কোটি ৫০ লাখ ৪২হাজার ৩২৭ ডলার)।
২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�