মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৬:০৮

প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুবীর সেন মারা গেছেন

প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুবীর সেন মারা গেছেন

বিনোদন ডেস্ক: ষাট-আশির দশ পর্যন্ত বাংলা ও হিন্দি গানের জগৎ মাতিয়ে রাখা শিল্পী সুবীর সেন মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে মঙ্গলবার সকাল আটটার দিকে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতায় একটি প্রাইভেট নার্সিংহোমে ভর্তি ছিলেন সুবীর সেন। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশের শিল্পী ও গুণীজনরা। এরইমধ্যে জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুতে টুইটারে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে হাসপাতালে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছেন রাজ্যের শিল্পী অভিনেতা অভিনেত্রীরা। ষাট থেকে আশির মাঝামাঝি পর্যন্ত বাঙ্গালি শ্রোতা মজে থাকত সুবীর সেনের গানে। তার কণ্ঠে, এই উজ্জ্বল দিন, এতো সুর আর এত গান, পাগল হাওয়া, সারাদিন তোমায় ভেবে, আজও বয়ে আনে সোনালি স্বপ্নের আভাস। খ্যাতি ছিল হিন্দিতেও। ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে