মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৬:১৫:৫৩

যেভাবে ‘ভূত’ তাড়ালেন সালমান!

যেভাবে ‘ভূত’ তাড়ালেন সালমান!

বিনোদন ডেস্ক : ভূতের ভয় সকলের মনেই অছে। মুখে যদিও অনেকে বলে থাকেন ভূত বলতে কিছুনেই। কিন্তু কোন অন্ধকার রাতে হাঁটার সময় পেছন থেকে একটু ভূতের স্বরে ডাকলেই বুঝতে পারবেন তিনি আসলে ভূতকে ভয় পান কিনা। তবে আসলে ভূত বলতে কিছু আছে কিনা এই নিয়ে রয়েছে অনেক বিতর্ক। কিন্তু তাই বলে বলিউড সিনেমাতে ভূত! এ যেন অবাক করা কাণ্ড। তবে এ কাণ্ড একেবারে বলিউডের ব্যাচেলর খান সালমানের ছবির শুটিংয়ে ঘটেছে। অবশ্য ভূতের বিষয়টি জানার পর সুলতান ভাইজান নিজেই এই ভূত তাড়ালেন। সম্প্রতি সালমান খানের ‘সুলতান’ ছবির শুটিংয়ের সময় রাতের বেলায় হেটেলের জানালায় নাকি একটি ভূতকে উঁকি দিতে দেখা যায়। আর এই ভূত দেখতে পান শুটিং ইউনিটের একজন। দেখার পরই সে লোকের রাতের ঘুম হারাম হয়ে যায়। তখনি তিনি শুরু করেদেন যত গন্ডগোল। শেষপর্যন্ত সেই হোটেল ছেড়ে অন্য হোটেলে গিয়ে আশ্রয় নিলেন তিনি। আর তখনি এই বিষয়টি জানার পর সে ব্যক্তিকে উদ্ধারে এগিয়ে অাসেন ‘বাজরাঙ্গি ভাইজান’। এবং সেই ভূত ভিতু লোকটিকে দ্রুত সালমানের হোটেলে নিয়ে এসে তার পাশের বাংলোতে আশ্রয় দিলেন। এরপর থেকে অবশ্য আর কোনো ভূত দেখতে পাননি সেই লোক, এখন বেশ ভালোই আছেন তিনি। এদিকে, সালমানের ভয়েই কিনা কে জানে এরপর থেকে সেই ভূতও আর দেখা দেয়নি লোকটিকে। এ ঘটনার পর থেকে ‘সুলতান’ ছবির শুটিং দলের অধিকাংশ সদস্যই বিশ্বাস করছেন— সামনে আর কখনোই সেই ভূত দেখা মিলবে না। সুলতান ছবির এই ভূত যে খুব একটা ভালো কিসিমের ভূত নয়, তা স্পষ্ট বোঝা গেছে। তা ছাড়া, সে খানিকটা ভিতুও বটে। অবশ্য, একে তো বিখ্যাত কুস্তিগির সুলতানকে নিয়ে ছবি; তারপর এ ছবিতে আছেন সালমান খান। কাজেই ভুলে ঢুকে পড়া সেই ভূত নি​শ্চিত বুঝে গেছে— এ যাত্রায় বড় বাঁচা বেঁচে গেছে সে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া। ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে