সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৫:৫৬

বাউন্ডারি হাঁকালেন মমতাজ

বাউন্ডারি হাঁকালেন মমতাজ

বিনোদন ডেস্ক : মমতাজকে বলায় বাংলাদেশের ফোকসম্রাজ্ঞী। এই ফোকসম্রাজ্ঞী এবার ঈদুল আজহা উপলক্ষে ৪টি টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন। যা রীতি মতো বাউণ্ডারি পেটানোর মতোই।

জানা গেছে, ঈদের দিন রাত ৮টায় এটিএন নিউজে 'কালেক্টিং বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানটি প্রচার হবে। মুন্নী সাহার উপস্থাপনায় ওই অনুষ্ঠানে বাউলদের জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

এর পাশাপাশি মমতাজ তার এলাকার শিল্পীদের নিয়ে একটি বাউল গানের অনুষ্ঠান করেছেন। ওই অনুষ্ঠানের রেকর্ডকৃত কিছু অংশ 'কালেক্টিং বাংলাদেশ'-এ তুলে ধরা হবে।

তাছাড়া কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় ঈদের আগের দিন রাত ৯টায় বাংলাভিশনে 'প্রাণের প্রাণ কাছে আছে' শিরোনামের অনুষ্ঠানটিতে মমতাজ সরাসরি গান পরিবেশন করবেন। এতে তিনি আসাদ চৌধুরীর সঙ্গে তার সঙ্গীতজীবনের বিভিন্ন জানা-অজানা বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি এই অনুষ্ঠানে মমতাজ তার জনপ্রিয় গানের সঙ্গে কিছু আধ্যাত্মিক গানও পরিবেশন করবেন।

এদিকে, ঈদের দ্বিতীয় দিন বিটিভির একটি পালাগানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন মমতাজ। রেকর্ডকৃত ওই অনুষ্ঠানে গানের পাশাপাশি তাকে বাংলা পালাগানের ঐতিহ্য সম্পর্কে আলোচনা করতে দেখা যাবে।

তাছাড়া প্রথমবারের মতো এশিয়ান টিভিতে ঈদের তৃতীয় দিন 'মিউজিক্যাল শো' অনুষ্ঠানে সরাসরি গান করতে যাচ্ছেন মমতাজ। এ সম্পর্কে তিনি বলেন, "প্রতি ঈদের মতো এবারো বেশ কয়েকটি টিভি চ্যানেলে শ্রোতারা আমার গান শুনতে পাবেন। তবে এবারকার ঈদে এটিএন নিউজের 'কালেক্টিং বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানটি শ্রোতাদের জন্য দারুণ উপভোগ্য হবে বলে মনে করি। এতে আমার এলাকার বাউলদের গাওয়া কিছু গানের অংশবিশেষও তুলে ধরা হবে। আশা করি, এই অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের অভিভূত করবে।'

দুবাই ও রাশিয়ায় প্রায় এক মাসের সফর শেষে গত শুক্রবার ঢাকায় ফিরেছেন মমতাজ। এর মধ্যে রাশিয়ায় তিনি ৩টি কনসার্ট করেছেন। তাছাড়া সেখানে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে একটি লোকগানের উৎসবের আয়োজন করা হয়েছিল। তাই একজন ফোকশিল্পী হিসেবে এই সফরটা মমতাজের জন্য অনেক আনন্দের বিষয় ছিল বলে জানিয়েছেন তিনি।
২১সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে