কৃষ্ণাঙ্গদের মতই মার্কিন মুসলমানদের অবস্থা : হলিউড অভিনেতা
বিনোদন ডেস্ক : কার্মিন মুলুকে এক সময় সাদা চামড়ার মানুষের খুবই প্রভাব ছিল। আর কালো চামড়ার মানুষের ওপর চালানো হতো নানা রকমের অত্যাচার। বর্তমানের মার্কিন শহর আবার অাগের অবস্থায় ফিরে গেনলে। মার্কিন অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন বলেছেন, আমেরিকার মুসলমানদের বর্তমান অবস্থা কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীদের মতোই হয়ে পড়েছে। অতীতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ওপর যে নির্যাতন-নিপীড়ন চালানো হতো মুসলমানরা এখন তার শিকার হচ্ছেন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
৬৭ বছর বয়সী স্যামুয়েল বলেন, প্যারিস এবং ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার অজুহাতে মুসলমানদের নিয়ে আতংকিত হওয়ার ‘যৌক্তিক’ কারণ আছে বলে অনেকেই মনে করেন। চলতি মাসে আমেরিকা এবং ব্রিটেনে মুসলমানদের বিরুদ্ধে হামলার ঘটনা যখন সংবাদ শিরোনাম হয়ে উঠছে তখন এ মন্তব্য করলেন কৃষ্ণাঙ্গ অভিনেতা স্যামুয়েল। তিনি বলেন, বিশেষ করে আমেরিকায় মসজিদে হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী এবং তাদেরকে আমেরিকায় ঢুকতে দেয়া উচিত নয়; প্রয়োজনে সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। তার এ বক্তব্যে আমেরিকা ও ইউরোপসহ বিশ্বের বহু দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।
২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�