বিনোদন ডেস্ক: তিনি ফারুক মজুমদার। বাবা পেশায় একজন সাংবাদিক। সেই হিসেবে তিনিও সাংবাদিকতা পেশার সাথে জড়িত বেশ কয়েকবছর যাবত। তবে তার মনে সুপ্ত বাসনা ছিলো নিজেকে অভিনয়ের সাথে জড়িত করার। সেই সুপ্ত বাসনাই পূর্ণ হয়েছে তার একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে। এরইমধ্যে ফারুক মজুমদার অভিনয় শেষ করেছেন রয়েল খানের ‘নো মোর লাভ’ চলচ্চিত্রের। শুটিং চলছে জুয়েল ফারসির ‘ওয়ান ম্যান শো’ চলচ্চিত্রের। তবে মজার বিষয় হচ্ছে আগের দুটি চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে অভিনয় করলেও এবারই প্রথম ফারুক এন্টি হিরো চরিত্রে অভিনয় করছেন আরিফুর জামান আরিফের নির্দেশনায় ‘ধুম ধারাক্কা’ চলচ্চিত্রে। এর গল্প লিখেছেন ছটকু আহমেদ। রাজধানীর বিএফডিসিতে ফারুক এই চলচ্চিত্রের শুটিং করছেন। শুটিং চলবে আগামীকাল পর্যন্ত। ফারুক হোসেন মুজমদার বলেন, ‘আমার ইচ্ছে ছিলো, স্বপ্ন ছিলো চলচ্চিত্রে কাজ করার। স্বপ্ন পূরণে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেইসাথে আমার বাবা আবুল হোসেন মজুমদার সবসময়ই আমাকেআভিনয়ের ব্যাপারে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে আসছেন। তার উৎসাহই আমার আগামীদিনে অভিনয়ে চলার পাথেয় ও শক্তি। ’ ফারুক হোসেন মজুমদার অভিনীত ‘রৌদ্র ছায়া’ প্রযোজনা সংস্থার ‘ধুম ধারাক্কা’ চলচ্চিত্রটি শিগগিরই শেষ হবে বলে জানান পরিচালক আরিফুর জামান আরিফ।
২১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস