বিনোদন ডেস্ক : বিপ'র্যয়ের কোনও শেষ নেই তবু উৎসব তার নিয়মেই আসে। এই মুহূর্তে লকডাউন চলছে। তাই ঈদুল ফিতরের উৎসবের মেজাজ ক্ষী'ণ। তার আমফানের তা'ণ্ডবে ক্ষ'তিগ্রস্থ লক্ষ লক্ষ মানুষ। কিন্তু তাও পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন তারকারা একই রকম উদ্দীপনায়। বলিউডে এবছর ঈদের কোনও জৌলুস নেই। তারকাদের বাড়িতে বাড়িতে দাওয়াত নেই। ছিমছাম ঘরোয়া আমেজেই তারা পালন করছেন ঈদ।
প্রত্যেকটি উৎসব-পার্বণে যিনি সবার আগে শুভেচ্ছা জানান সাধারণ মানুষকে, সেই বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন লিখলেন তার সোশাল মিডিয়া প্রোফাইলে, ''সবাইকে ঈদের শুভেচ্ছা আর শান্তিময় এই পবিত্র দিনে সবার জন্য প্রার্থনা করি, সৌভ্রাতৃত্বের জন্য, সুস্বাস্থ্যের জন্য, বন্ধুত্ব ও প্রেমের জন্য। চিরদিন শান্তি ও ভালবাসা ঝরে পড়ুক, আমরা একযোগে এক প্রাণ আত্মা হয়ে উঠি।''
এই শুভেচ্ছাবার্তার সঙ্গে বিগ বি তার একটি ছবিও শেয়ার করেছেন। বলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও ইতিমধ্যেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, কেউ টুইটারে, কেউ ইনস্টাগ্রামে। অর্জুন বিজলানি, হিনা খান, গওহর খানেরা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাদের ঈদের বার্তা। গওহর তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন ঈদের সাজে তার ছবি। সঙ্গে লেখেন, ''ঈদ মুবারক। পবিত্র রমজান যেন সারা পৃথিবীকে আনন্দে ভরিয়ে তোলে।'' অভিনেত্রী হিনা খানও ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন গুণমুগ্ধদের উদ্দেশে।