মা হতে চান কঙ্গনা
বিনোদন ডেস্ক : ১০ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন কঙ্গনা রানাউত। প্রথম দিকে পুরস্কারের গুরুত্বটা তিনি বুঝতে না পারলেও এখন এর গুরুত্ব খুব ভালোভাবেই বুঝেছেন। তবে তার কাছে জাতীয় পুরস্কারের গুরুত্বটা অধিক।
কঙ্গনার মতে, জাতীয় পুরস্কার গোটা দেশে একটা সার্বিক গ্রহণযোগ্যতা তৈরি হয়।
এদিকে দীর্ঘদিন ধরে কমার্শিয়াল ফিল্মের অনেক লিড অভিনেতা-অভিনেত্রীরা এখনও জাতীয় পুরস্কার পায়নি। সেদিক থেকে তিনি অল্পদিনেই সেটা অর্জন করেছেন। যা তিনি তার জন্য বিশাল পাওয়া বলেই মনে করেন। এই অভিনেত্রী ২০১৫ সালে জাতীয় পুরস্কার লাভ করেন। আর এই পুরস্কারপ্রাপ্তিটাই তার জীবনের একটা গুরুত্বপূ্র্ণ অধ্যায় বলে তিনি মনে করেন।
২৮ বছর বয়সী এই অভিনেত্রীর ধ্যান জ্ঞানের পুরোটা জুড়েই এখন অভিনয়। ভালো ভালো কিছু ছবি তিন উপহার দিতে চান বলিউডে। তাই এখনই তিনি বিয়ের কথা ভাবতে চান না। অন্তত আরও দুই থেকে তিন বছর তিনি চুটিয়ে অভিনয় করতে চান। তারপর তিনি বিয়ে সংসার নিয়ে ভাববেন।
তবে এই অভিনেত্রী জানিয়েছেন, বিয়ে নিয়ে আমি খুব পজিটিভ। কিন্তু এ-ও মনে করি যে, সকলের জীবন সকলের থেকে আলাদা। বিয়ে কর, বয়স থাকতে থাকতে মা হও— এ সব ছক কষে করা যায় না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। প্রত্যেকের সিচুয়েশন আলাদা। সেটা আমাদের বোঝা উচিত। তবে আমিও একদিন মা হতে চাই।
৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�