সোমবার, ০১ জুন, ২০২০, ০৪:২২:২৮

ওয়াজিদের অকাল মৃত্যুতে বলিউডের জনপ্রিয় সাজিদ-ওয়াজিদের বন্ধন ছিন্ন

ওয়াজিদের অকাল মৃত্যুতে বলিউডের জনপ্রিয় সাজিদ-ওয়াজিদের বন্ধন ছিন্ন

বিনোদন ডেস্ক : বলিউডি সংগীতে মানিক-জোড় হিসেবে পরিচিত সাজিদ-ওয়াজিদ, দুই ভাইয়ের বন্ধন ছি'ন্ন হয়ে গেছে। সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মা'রা যান ওয়াজিদ খান। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে নি'শ্চিত করেছেন সনু নিগম। মাত্র ৪২ বছরে তাঁর এই হঠাৎ চলে যাওয়ায় হ'তবাক বলিউড। তবে ওয়াজিদ খান কীভাবে মা'রা গেছেন, সে ব্যাপারে এখনো কিছুই নি'শ্চিতভাবেই জানা যায়নি।

ওয়াজিদ খানের মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছেন সনু নিগম। তারা দুজন একসঙ্গে অনেক গানে কাজ করেছেন। ১৯৯৯ সালে সনু নিগমের 'দিওয়ানা' অ্যালবামের 'দিওয়ানা তেরা', 'আব মুঝে রাত দিন', 'ইস কাদার প্যায়ার হ্যায়'—এসব গানে সুর করেন সাজিদ-ওয়াজিদ। ম'র্মাহ'ত সনু বলেন, ''ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গেছে। এই মুহূর্তে এর বেশি আর কোনো কথা বলতে পারছি না।''

ওয়াজিদ খানের সহকর্মী সংগীত পরিচালক সেলিম মার্চেন্ট বলেছেন, ''এটা খুবই ভ'য়াব'হ সংবাদ। আমাদের সংগীতঙ্গনের জন্য বড় ক্ষ'তি। তোমার এই অসময়ে চলে যাওয়ায় ভীষণ বে'দনার।'' প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ''এ এক ভয়ংকর খবর। সব সময় তার মুখে হাসি লেগে থাকত। বড় অসময়ে চলে গেলেন। পরিবারের জন্য সমবে'দনা। ওয়াজিদ ভাইয়ের প্রাণখোলা হাসি সব সময় মনে থাকবে।''

মাত্র ৪২ বছর বয়সে ওয়াজিদ খানের চলে যাওয়াকে বলিউড সংগীতশিল্পী সোনা মোহাপাত্রা হৃদয় বিদারক সংবাদ হিসেবে উল্লেখ করে টুইটারে বলেন, ''আমরা একসঙ্গে সারেগামাপা অনুষ্ঠানে বিচারক হিসেবে কাজ করেছি। আমাদের চমৎকার কিছু সময় কেটেছে। তিনি অসাধারণ মনের একজন মানুষ ছিলেন। আমি জানতাম, কিছুদিন ধ'রে তিনি শারীরিক অসুস্থতায় ভু'গছিলেন। এই লকডাউনে তার কোনো খবরও নেওয়া হলো না। এটা মনে করতেই ভীষণ কষ্ট পাচ্ছি।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে