বিনোদন ডেস্ক : সম্পর্কটা সাত বছরের। তাই বোঝাপড়াটা অনেক পুরনো। বাকি ছিল কিছু আনুষ্ঠানিক ধাপ। তার প্রথম পর্ব সারলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত ১ মার্চ প্রেমিকের হাতে হাত রেখে আংটি পরলেন। জানালেন, তাও তিন মাস পর। কিন্তু হবু বরের বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি।
নুসরাত বললেন, ''সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আমরা দীর্ঘদিন একে অপরকে চিনি। মূলত সাত বছর ধরে আমাদের সম্পর্ক। পরিবারের সম্মতিতে আমাদের আংটিবদল হয়েছে। পাত্রের নাম এখনই বলতে চাই না।'' ফারিয়া না বললেও পাওয়া গেল হবু বরের নাম। পাত্র একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। নাম রনি রিয়াদ রশীদ। তার বাবা সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদ। রনি ও ফারিয়া আজ একই সময়ে ফেসবুকে তাদের বাগদানের ঘোষণা দিয়েছেন।
বছর কয়েক আগে একটি ক্রুজার বাইক কিনেছিলেন ফারিয়া। তখনই জানান, এটি তার প্রেমিককে উপহার দেবেন। তখনও জানাননি প্রেমিকের নাম। এবার উপহার হয়ে নিজেই তার ঘরেই যাচ্ছেন এই নায়িকা। গত এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ফারিয়া নিজ এলাকা ময়মনসিংহে নিজেদের ফার্মে ছিলেন। জানা যায়, সেখানেও চলেছে বিয়ে নিয়ে নানা প্রস্তুতি।