হৃদয় ছুঁয়ে যাওয়া হলিউডের ৫টি রোমান্টিক সিনেমা
বিনোদন ডেস্ক : এখন শীতকাল, চলছে ছুটির মৌসুম। ভাবছেন কি করা যায়? কি আর করা। এই ছুটিতে চুটিয়ে কিছু ছবি দেখে ফেলুন। কি ছবি? হলিউড থেকে নির্মিত হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু রোমান্টিক ছবি দেখতে পারেন এই কনকনে ঠাণ্ডা ছুটির দিনে। তাহলে প্রস্তুতি নিন। আপনার জন্য তুলে ধরা হলো বিশ্বের সেরা পাঁচটি রোমান্টিক সিনেমা।
১। দ্য নোটবুক : এটি একটি আমেরিকান রোমান্টিক ড্রামা ফিল্ম। নিকোলাস পার্ক্সের নোভেল থেকে নির্মাণ করা হয়েছে এই সিনেমা। একজন গরীব ছেলের একজন ধনী পরিবারের মেয়ের প্রেমে পড়ার গল্পের থেকেও আরও বেশি কিছু পাওয়া যাবে এখানে। বৃদ্ধ বয়সে স্ত্রীর ভুলে যাওয়া প্রেমকে এবারও মনে করিয়ে দেওয়ার গল্প রয়েছে এখানে।
২। পি.এস. আই লাভ ইউ : এটি একটি আমেরিকান মর্মভেদী রোমান্টিক ড্রামা সিনেমা এটি। যেখানে একজন বিধবা নারীর গল্প তুলে ধরা হয়েছে। স্বামীর মৃত্যুর পর জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। যেখানে তার মৃত স্বামীর লিখে যাওয়া চিঠিই তার পথ-প্রদর্শক হিসেবে কাজ করেছে। এই ছবি সত্যিই মন ছুঁয়ে যাবে আপনার।
৩। এ ওয়াক টু রিমেম্বার : ছবিটিতে দুজন সদ্য প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ের ঘটনা বর্নিত হয়েছে। যেখানে দেখানো হয়েছে ছেলেটি ভুল করে শাস্তি পাচ্ছে। সেই শাস্তির মাধ্যমেই জীবনকে অন্যরকমভাবে দেখতে শিখছে সে। এরপর আস্তে আস্তে প্রেমে পড়া। তারপর কীভাবে জীবন তাকে প্রাপ্ত মনস্ক হতে সাহায্য করছে তার ছবিই দেখানো হয়েছে সিনেমাটিতে। দুজনের অদ্ভুত কেমিস্ট্রি ফুটে উটেছে ছবিটির মধ্যে।
৪। ফাইভ হান্ড্রেড ডেস অফ সামার : এটি একটি রোম্যান্টিক কমেডি ড্রামা মুভি। ছবিটিতে আধুনিক প্রেমকে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে প্রেম, ডেটিং এবং হৃদয় ভেঙে যাওয়ার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটির ব্যকগ্রাউন্ড মিউজিক এবং স্টোরি লাইন সব কিছুই খুব অসাধারণ।
৫. দ্য লাস্ট সঙ্গ : এটি একটি রোম্যান্টিক ড্রামা মুভি। টিনেজ লাইফের প্রেম তুলে ধরা হয়েছে ছবিটিতে। বাবা-মায়ের মধ্যেকার দূরত্ব, তার প্রভাব কিভাবে ছেলে মেয়ের মনের ওপরে পড়ে তার ছবিও দেখানো হয়েছে সিনেমাটিতে। এছাড়া ছবিটির অসাধারণ গান। টিনেজের প্রেম। সব কিছু মিলিয়ে সিনেমাটি একেবারে অনবদ্য।
৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�