বিনোদন ডেস্ক : সিলেটের আলোচিত রাজন হত্যাকাণ্ড নিয়ে নির্মিত নাটক ‘অমানুষ’-এর মোড়ক উন্মেচন ও প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিলেটের নজরুল একাডেমিতে নাটকটির মোড়ক উন্মোচন করেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
সিলেটের কুমারগাঁওয়ে নিহত শিশু শেখ সামিউল আলম রাজন খুনের ঘটনায় প্রতিবাদী হয়ে উঠেছন সিলেটসহ গোটা দেশের মানুষ। প্রতিবাদের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে ‘অমানুষ’ নাটকটি। নাটকটি নির্মাণ করেছেন সিলেটের উদীয়মান নাট্য নির্মাতা শামীম আহমদ বাদশা।
৪৫ মিনিট ব্যাপ্তির এ নাটকে উঠে এসেছে রাজন খুনের নির্মমতা। এ নিষ্ঠুরতার করুণ চিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি সৌদিতে ঘাতক কামরুলের আটক হওয়ার দৃশ্যাবলী তুলে ধরা হয়েছে। নাটকের শেষের দিকে বলা হয়েছে ‘ন্যায় বিচারের অপেক্ষায় গোটা জাতি’।
অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সায়িদ আহমদ বহুলুরের সভাপতিত্বে ও ওসমানীনগর উন্নয়ন বাস্তবায়ন পরিষদ সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটকটির পরিচালক শামীম আহমদ বাদশা।
বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী (নাজলু), মোল্লাপাড়া হাজী আবদু মিয়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আওলাদ মিয়া, একই কলেজের অধ্যক্ষ মাহমুদ মিয়া, সাদিকুর রহমান পুরকায়স্থ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ।
২১সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন