বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ভেঙে পড়েছেন কৃতী শ্যাননও। সোমবার নশ্বর পৃথিবীর লীলা সামলে ফের ফিরে গেছেন মহাকাশে। রয়ে গেছে তার অজস্র, অসংখ্য ধূসর-রঙিন স্মৃতি। সেই স্মৃতি ভার হয়ে ঠেকেছে অঙ্কিতার কাছে। যার টানে ৬ বছরের বিচ্ছে'দ সরিয়ে তিনি ছুটে এসেছেন সুশান্তের মু্ম্বাইয়ের ফ্ল্যাটে।
সেই টানে সোশ্যাল মিডিয়ায় অনর্গল হলেন কৃতীও। কৃতীর সঙ্গে সুশান্তের আলাপ 'রাবতা' ছবির সেটে। ছবি সুপারফ্ল'প। কিন্তু রিল রসায়ন ক্লিক করে গেল রিয়েলে। সেই ভাললাগা এত দ্রুত ভাল লাগার থেকেও বাড়তি কিছু হয়ে উঠল যে সুশান্ত ভুললেন ৬ বছরের সঙ্গিনী অঙ্কিতাকেও। যে অঙ্কিতা সুশান্তকে পাবেন বলে কাজ ছেড়ে সংসারী হয়ে উঠছিলেন। যার মোহে ভুলে অঙ্কিতার দেখা ঘরের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাননি সুশান্ত।
সুশান্তের শেষকৃত্যে উপস্থিত থাকার পর কাল সোশ্যাল মিডিয়ায় শ্যাননের স্বীকারোক্তি, ''সুশ, জানতাম তোমার মন যেমন তোমার সবচেয়ে ভাল বন্ধু তেমনি তোমার ভীষণ, ভী-ষ-ণ খা'রাপ শ'ত্রু। তোমার সেই মন আজ আমায় ভেঙে দিয়ে চলে গেল! যেই তুমি নেই শুনলাম, মনে হল আমার হৃদয়ের আধা অংশ হা'রিয়ে ফেললাম! খুব কষ্ট হল জেনে, এমন একটা সময়ও তোমার গেছে যখন বাঁচার চেয়ে ম'রে যাওয়াটাই সহজ হয়ে উঠেছিল!''
অর্থাৎ, অঙ্কিতা বা রিয়ার মতো তিনিও খোঁ'জ রাখতেন না সুশান্তের য'ন্ত্রণার! তাই অভিনেত্রীর কান্না জড়ানো আপসোস, ''তুমি যদি সবাইকে এ ভাবে না সরিয়ে দিতে...আমি যদি য'ন্ত্র'ণায় ভে'ঙে টু'করো হয়ে ছড়িয়ে যাওয়া তোমার মন জোড়া লাগাতে পারতাম...যদি তোমার ব্যথার প্রলেপ হয়ে উঠতে পারতাম! বাকি আধা হৃদয় নিয়েই পুরো জীবন আমায় বেঁচে থাকতে হবে। যেখানে জুড়ে থাকবে শুধুই তুমি....।''