বুধবার, ১৭ জুন, ২০২০, ০৫:৪১:৩৬

''ছেলের সৎকার করছেন বাবা, এর চেয়ে য'ন্ত্রণার কিছু হয় না'' সুশান্তের মৃত্যুতে বললেন বিবেক

''ছেলের সৎকার করছেন বাবা, এর চেয়ে য'ন্ত্রণার কিছু হয় না'' সুশান্তের মৃত্যুতে বললেন বিবেক

বিনোদন ডেস্ক : সোমবার বিকালে মুম্বাইয়ের ভিলে পার্ল শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে সুশান্ত সিং রাজপুতের। পরিবারের সদস্য ছাড়াও সুশান্তের শেষযাত্রায় ছিলেন বলিউডের অনেকেই। তাদের মধ্যেই একজন বিবেক ওবেরয়। সুশান্তকে শেষবার বিদায় জানানোর পর সোশ্যাল মিডিয়ায় একটি আবে'গঘন পোস্ট শেয়ার করেছেন বিবেক। 

আর সেখানেই কোথাও মিলে গিয়েছে দুই অভিনেতার য'ন্ত্র'ণার কথা। বিবেক লিখেছেন, ''সুশান্তের শেষকৃত্য দেখতে হল, সত্যিই বেদ'নাদা'য়ক। ওর সঙ্গে নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করার সুযোগ যদি পেতাম তাহলে হয়তো ছেলেটার য'ন্ত্র'ণা একটু কমত। আমি নিজে দীর্ঘদিন এই অভি'জ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। নিক'ষ কালো অ'ন্ধ'কার আর কষ্ট ছাড়া কিচ্ছু থাকে না সেই সময়। কিন্তু মৃত্যু বা আত্মহ'ত্যা কখনই সমাধান নয়। সুশান্ত যদি ওর পরিবার, বন্ধুবান্ধব আর অ'গুন'তি ভক্তদের কথা ভেবেও থেকে যেতে পারত তাহলে বুঝত ওকে অনেক মানুষ ভালোবাসে।''

বাড়ির সবচেয়ে ছোট ছেলে সুশান্ত সিং রাজপুত। দিদিদের আদরের ভাই, পরিবারের শেষ সন্তান। তার এমন মর্মা'ন্তিক পরিণতিতে হ'তবা'ক গোটা দেশ। আর রাজপুত পরিবার একেবারেই দি'শাহা'রা। তাদের চোখেমুখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ব্যাপারটা এখনও ঠিক বিশ্বাস করতে পারেননি তারা। 

সর্বকনিষ্ঠ সন্তানের মৃত্যু দেখা নয়, তার মু'খা'গ্নিও করতে হয়েছে, স্বভাবতই ভেঙে চুরমার হয়ে গিয়েছেন সুশান্তের বাবা কৃষ্ণ সিং রাজপুত। সেই প্রসঙ্গে বিবেক লিখেছেন, ''বাবা ছেলের মুখা'গ্নি করছেন, এর চেয়ে কষ্টকর দৃশ্য আর কিছু হতে পারে না। ওর দিদি যখন অঝোরে কাঁদছিলেন তাকানো যাচ্ছিল না। এই য'ন্ত্র'ণা ভাষায় প্রকাশ করা অসম্ভব।'' সুশান্তের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় বিটাউনের নেপো'টিজম নিয়ে গর্জে উঠেছেন নে'টিজে'নরা।

সরব হয়েছেন বলিউডের একাংশও। এই তালিকায় রয়েছেন বিবেক নিজেও। ২০০২ সালে রামগোপাল ভার্মার 'ডি কোম্পানি' ছিল বিবেকের ডেবিউ ফিল্ম। মিষ্টি হাসি, অভিনয়ে পারদর্শী এবং সুরেশ ওবেরওয়ের ছেলে হওয়ার সুবাদে অনেকেই ভেবেছিলেন বিটাউনে বিবেকের উ'ত্থা'ন কেউ আটকাতে পারবে না। তবে বাস্তবে হয়েছে ঠিক উল্টো'টাই। বলিউড আপন করে নেয়নি বিবেককে। 

ভিত শ'ক্ত হওয়া তো দূরের কথা বেশ কিছু সুপারহিট ছবির পরেও বিবেকের গায়ে সেটেঁছিল ''ফ্ল'প নায়ক'' এর তকমা। ঠিক কী কী কারণে বলিউড তাকে আপন করে নেয়নি সে প্রসঙ্গ সকলেরই জানা। বলিউডে দিনের পর দিন ধা'ক্কা খেয়েছেন বিবেক। হয়তো তাই সুশান্তের য'ন্ত্র'ণা কিছুটা হলেও বুঝতে পেরেছেন তিনি। 

আর তাই নিজের পোস্টে লিখেছেন, ''সুশান্তের মৃত্যু নিয়ে আমাদের সকলের ভাবা প্রয়োজন। বলে হয় বলিউড নিজেই নাকি একটা পরিবার। তাহলে সেই পরিবারের এবার উচিত একটু দায়িত্ববানের মতো আচরণ করা। এমন একটা পরিবার হোক যেখানে যোগ্য লোক সম্মান পাবেন, তাকে অ'পমান করা হবে না। মেধা বিকশিত হবে, তাকে দু'মড়ে-মু'চড়ে শেষ করে দেওয়া হবে না। ক্ষমতার বদলে হৃদয় দিয়ে ভাবা দরকার। সদাহাস্যময় সুশান্তকে আমি খুব মিস করব। আশা করি এখন তুমি ভাল জায়গায় আছো। আমরাই বোধহয় তোমাকে পাওয়ার যোগ্য নই। ঈশ্বর তোমার পরিবারকে এই য'ন্ত্র'ণা স'হ্য করার শক্তি দিন। ভালো থেকো।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে