বুধবার, ১৭ জুন, ২০২০, ০৬:২৩:৪৪

সুশান্তের মৃত্যুতে বিক্ষো'ভ, সালমান খান ও করণ জোহরের কুশপু'ত্তলিকায় আ'গুন

সুশান্তের মৃত্যুতে বিক্ষো'ভ, সালমান খান ও করণ জোহরের কুশপু'ত্তলিকায় আ'গুন

বিনোদন ডেস্ক : বলিউড সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহর এবং সালমান খানের বি'রু'দ্ধে বিষো'দগার করছেন নেটিজেনদের একাংশ। সুশান্তের মৃত্যুর জন্য করণ আর সালমানদের দায়ি করে তাদের কুশপুত্তলিকা পো'ড়ান প্রয়াত অভিনেতার ভক্তরা।

জানা যায়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার ভক্তরা সালমান খান এবং করণ জোহরের কুশপুতুল পো'ড়াতে শুরু করেন পাটনায়। সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের এই বড় তারকাদের স্ব'জনপো'ষণকেই দা'য়ী করছেন অনেকে। সেই রা'গ এবং ক্ষো'ভেই করণ জোহর এবং সালমান খানের কু'শপুত্ত'লিকা পো'ড়ানো হয় পাটনায়।

এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহরের ধর্মা প্রোডাকশন, যশরাজ ফিল্মস, টি সিরিজ, একতা কাপুরের বালাজি, সালমান খান প্রোডাকশন এবং নাদিয়াদওলা প্রয়োজনা সংস্থার দিকে আঙুল তোলেন কমল আর খান। সুশান্তের মৃত্যুর পর কেআরকে একটি ট্যুইট করেন। সেখান তিনি অভিযোগ করেন, বলিউডের এই ৬টি প্রযোজনা সংস্থার হাতে গোটা বলিউড। এই ৬টি সংস্থা যদি কাউকে পছন্দ না করে, তাহলে খুব সহজে যে কোনও কারও ক্যারিয়ার ধ্বং'স করে দিতে পারে বলেও মন্তব্য করেন কমল আর খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে