বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ০৪:২৯:৩৫

সুশান্তের মৃত্যুর'হস্যের জট খুলতে পারে ৫ ডায়েরি, বান্ধবী রিয়াকে থানায় নিয়ে জেরা

সুশান্তের মৃত্যুর'হস্যের জট খুলতে পারে ৫ ডায়েরি, বান্ধবী রিয়াকে থানায় নিয়ে জেরা

বিনোদন ডেস্ক : আজই গঙ্গায় অস্থি বিসর্জন হচ্ছে সুশান্ত সিং রাজপুতের। এদিকে অভিনেতার রহস্যমৃত্যুর ৪ দিনের মাথাতেও জট কাটছে না! ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্টে 'আত্মহ'ত্যা'র কথা স্পষ্ট উল্লেখ থাকলেও পেশাগত রে'ষারে'ষি কিংবা শ'ত্রুতার বিষয়টিও একেবারে উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। 

সোমবারই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ আশ্বাস দিয়েছিলেন যে সুশান্তের মৃত্যু নিয়ে যথাযথ তদ'ন্ত হবে। প্রয়োজনে অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখা হবে যে, পেশাগত বিদ্বে'ষই অভিনেতাকে এমন চ'র'ম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে কিনা! ত'দন্তের মাঝেই সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ফ্ল্যাট থেকে উ'দ্ধার হল ৫ ডায়েরি। 

বৃহস্পতিবার সকালেই বান্দ্রা থানায় পৌঁছলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। এই পাঁচ ডায়েরিই সুশান্তের মৃত্যুর'হস্যের জট খুলতে পারে! কারণ, শেষ দিকের অনেকটা সময়ে অভিনেতা ডায়েরিতে মনের কথা লিখতেন। এই পাঁচটি ডায়েরি পর্যবে'ক্ষণ করেই তদ'ন্তকারীরা জানার চেষ্টা করছেন যে শেষদিকে কতটা মানসিক অব'সাদের মধ্য দিয়ে গিয়েছেন অভিনেতা। 

এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে অভিনেতার সাম্প্রতিক কল লিস্ট। মৃত্যুর দশ দিন আগে যাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন অভিনেতা, তাদেরকেও সমন পাঠানো হবে পুলিশের তরফে। এবং যথাযথ তদ'ন্তের স্বার্থেই তাদের জিজ্ঞা'সাবাদ করা হবে। ইতিমধ্যেই বান্দ্রা থানায় পৌঁছেছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। মাস চারেক পরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের।

যার জন্যে নতুন ঘরও খুঁ'জছিলেন তারা। তবে তার আগেই সব শেষ! অন্যদিকে, অভিনেতার ঘনি'ষ্ঠ বন্ধু তথা বলিউডের খ্যাতনামা কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়াকে জে'রা করেছে পুলিশ। কারণ, সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'র পরিচালক তিনি। যে ছবি এখনও মুক্তি পায়নি।

পুলিশি জেরায় মুকেশ জানিয়েছেন, ''সুশান্ত ভীষণই অন্তর্মুখী মনোভাবাপন্ন অর্থাৎ 'ইন্ট্রোভার্ট' ছিলেন। কোনও দিন কারও সঙ্গে সেভাবে মনের কথা খুলে বলেননি। খুব বাস্তববাদী এবং বুদ্ধিমানও ছিলেন। ফোনে এসব নিয়ে কখনও আলোচনা করতেন না কারও সঙ্গে। তবে বলিউডের ডাকসাইটে প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে সুশান্তের কী সম'স্যা হচ্ছিল, একথা জানাননি অভিনেতা। বরং ওর নিজের একটা আলাদা জগৎ ছিল। প্লে-স্টেশনে গেম খেলতে ভালবাসতেন। বই পড়তেন। বিশেষ করে পদার্থবিদ্যার সংখ্যাতত্ত্ব বিষয়ক বই ওঁর পছন্দের ছিল।''

মুকেশের সঙ্গে সুশান্তের শেষ কথা হয়েছিল ২৭ মে, জন্মদিন উপলক্ষে। ''কিন্তু তখন ওর কথা শুনে বোঝাই যায়নি ও সম'স্যায় রয়েছে'', পুলিশকে জানিয়েছেন মুকেশ। প্রসঙ্গত, ইতিমধ্যেই বলিউডের ৫ প্রযোজনা সংস্থাকে নোটিস পাঠিয়েছে পুলিশ। তা'বড় পরিচালক-প্রযোজকদের জিজ্ঞা'সাবা'দ করা হবে, কোন কারণে সিনেমা থেকে বাদ দিতে হয়েছে অভিনেতাকে।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুতে শো'কবার্তা এসেছে দেশের সীমানা পেরিয়েও। জন সিনা, ওয়াটসন অনেকেই সোশ্যাল মিডিয়ায় সুশান্তের ছবি পোস্ট করে অভিনেতার পরিবারের প্রতি সমবেদ'না জানিয়েছেন। এমনকী দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজের এই মেধাবী ছাত্রের মৃ'ত্যুতে শ্রদ্ধা জানিয়েছে ফ্রান্সের ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটিও। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে