রবিবার, ২১ জুন, ২০২০, ০৫:২৭:৩১

'কথা দিলাম একসঙ্গে দেখা স্বপ্নগুলো পূরণ করব' যা বললেন সুশান্তের শেষ ছবির নায়িকা

'কথা দিলাম একসঙ্গে দেখা স্বপ্নগুলো পূরণ করব' যা বললেন সুশান্তের শেষ ছবির নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড সফরের শুরুতেই সঞ্জনার হাতটা শ'ক্ত করে ধ'রেছিলেন সুশান্ত। সঞ্জনা সংঘির প্রথম ছবি দিল বেচারার হিরো সুশান্ত সিং রাজপুত। ছবি এখনও মুক্তির অপেক্ষায়, তবে মেনি (সুশান্তের চরিত্রের নাম) যে কিজি'কে (সঞ্জনার চরিত্রের নাম) এভাবে ছেড়ে চলে যাবে তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেনি সে। 

কথা তো ছিল পর্দায় অকালে চলে যাওয়ার, চিত্রনাট্যটা কী বাস্তবেও সত্যি হবে পারে? গত একসপ্তাহ ধ'রে সেই কথাই ভাবছেন সঞ্জনা। ঠিক এক সপ্তাহ আগেই চলে গিয়েছেন সুশান্ত। কিন্তু মন থেকে সেই য'ন্ত্রণা কিছুতেই ভুলতে পারছেন না সঞ্জনা। শনিবার গভীর রাতে সুশান্তকে স্মরণ করে একটি হৃদয় ছোঁয়া খোলা চিঠি লিখলেন সঞ্জনা। 

সময়ের সঙ্গে সঙ্গে সব ক্ষ'ত সেরে যায়-যেই কথাটা বলে থাকুক সে মিথ্যা বলেছে। মনে হচ্ছে বারবার সেই ক্ষ'ত গুলো কেউ নতুন করে তাজা করে দিচ্ছে, রক্ত ঝরেই চলেছে-সেই মুহূর্তগুলো যা এখন থেকে শুধুই স্মৃতি, সেই হাসিগুলো ভাগ করে নেওয়া, না আর কোনওদিনও হবে না, অনেক প্রশ্ন যার উত্তর কোনওদিনও পাব না, একটা অবিশ্বাস যা বাড়তেই থাকবে।'

তবে এদিন নিজের হিরো সুশান্তকে কথা দিলেন সঞ্জনা, একসঙ্গে দেখা স্বপ্ন পূরণ তিনি পূরণ করবেনই। অভিনেত্রী লেখেন, এই ক্ষ'তর সঙ্গে একটা ছবিও জড়িয়ে আছে যা এখনও কেউ দেখেনি। জড়িয়ে রয়েছে সেই সব স্বপ্ন, পরিক'ল্পনা আর ইচ্ছাগুলো যেগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের দেশের শিশুদের শিক্ষা, তাদের ভবিষ্যত,আমি কথা দিচ্ছি সেই স্বপ্নগুলো পূর্ণ করবই।

ক্ষ'ত যেখানে রয়েছে একটা অসীম শৈল্পিক ভাবনা প্রতিটি শিল্পীর জন্য, সেই ক্ষ'তর মধ্যে রয়েছে একটা আশা এই পৃথিবীর জন্য যেখানে সততা, সংহতি এবং দয়াই শেষ কথা-সব বিষা'ক্ত ভাবনার উর্দ্ধে উঠবার একটা তা'গিদ। আমি শপথ নিচ্ছি আমি সবটা দিয়ে এই স্বপ্নগুলো পূরণ করবার চেষ্টা করব, যেমনটা তুমি চাইতে। যদিও তুমি কথা দিয়েছিলে আমরা একসঙ্গে এই কাজটা করব...সুশান্ত সিং রাজপুত।' 

হলিউড ছবি ফল্ট ইন আওয়ার স্টারের অফিসিয়্যাল রিমেক দিল বেচারা। ৮ মে ২০২০ এই ছবির রিলিজ ডেট নির্দিষ্ট ছিল, কিন্তু করোনা সং'কটে তা সম্ভব হয়নি মুক্তি। গত রবিবার, ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁ'স লাগিয়ে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। প্রাথমিক তদ'ন্তে জানা গিয়েছে আত্মহ'ত্যাই করেছেন অভিনেতা। এখনও পর্যন্ত এই মামলায় ১৫ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য পেশাদার জগতের রে'ষারে'ষিকে দা'য়ি করেছেন। 

সুশান্তের মৃত্যুর খবর সামনে আসবার পর একটি ইমো'শ্যান্যাল ভিডিয়ো পোস্ট করেছিলেন সঞ্জনা। সেখানে বলেন, আমি নিজের ওয়েব পেজটা ১০০ বার রি-ফ্রেস করেছি, ভেবেছি এই খবরটা ভু'য়ো, কেউ একটা ভ'য়ঙ্ক'র রকমের মজা করছে। এখনও বিশ্বাস করতে পারছি না। মনে হয় না এই জীবনে কোনদিনও বিশ্বাস করে উঠতে পারব। অবশ্যই নিজের অনুভূতিটা প্রকাশ করতে সফল হব না, কিন্তু আমি চেষ্টা করছি।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে