ফের আইনি ঝামেলায় সালমান
বিনোদন ডেস্ক : ফের আইনি ঝামেলায় পড়তে চলেছেন সালমান খান। গত ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে সালমান তার নয়া ব্যবসা ‘খান মার্কেট অনলাইন ডট কম’-এর উদ্বোধন করেছিলেন। এটি একটি অনলাইন শপিং ওয়েবসাইট। কিন্তু ঘটনাচক্রে দিল্লির খান মার্কেটের সঙ্গে এর নাম মিলে যায়। ফলে, খান মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনি পদক্ষেপের চিন্তাভাবনা করা হচ্ছে। খান মার্কেট অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে। তাদের বক্তব্য, সালমান খানের নয়া ব্যবসার নাম তাদের সঙ্গে মিলে গিয়েছে। ফলে, তাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। খান মার্কেট-এর সভাপতি সঞ্জীব মেহরা অবশ্য স্পষ্টই বলছেন, আদালতে যাওয়ার আগে তারা সালমান খানের সঙ্গে একবার কথা বলতে চান। সালমানকে অনুরোধ করতে হবে তার ওয়েবসাইটের নাম পরিবর্তন করতে। তবে সেই সিদ্ধান্ত সালমান নিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই এই সাইটে অনেকে নাম রেজিস্টার করেছেন। সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মেও এই নাম প্রচার করা হয়েছে। সমাধান হিসেবে আরও একটি বিষয় ভেবে রেখেছে খান মার্কেট অ্যাসোসিয়েশন। সঞ্জীব মেহরা বলেছেন, ‘উনি (সালমান) আমাদের মার্কেটেরই অংশ হয়ে যেতে পারেন। সে ক্ষেত্রে উনি এই নাম ব্যবহার করতে পারেন। খান মার্কেটের একটি নিজস্ব পরিচয় রয়েছে। শুধু ভারতই নয়, গোটা দুনিয়ায় আমাদের আলাদা পরিচিতি রয়েছে। দিল্লির কেন্দ্রস্থলে এই নামে কিন্তু একটি মার্কেট রয়েছে।’ সালমানের প্রতি সঞ্জীবের অনুরোধ, ‘ভুল সংশোধন করে নেওয়া যায়। বিইং হিউম্যান শব্দগুলো ওঁর নামের সঙ্গে জড়িত। এবারে আমাদের দিকে তাকিয়ে আশা করব উনি একটু হিউম্যান হবেন। ভুল করলে, তা সংশোধন করে নেওয়া যায়। এতে সমস্যার কি আছে?’ ৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই