বিনোদন ডেস্ক : পরনে এক্কেবারে সাধারণ একটা টি-শার্ট ও প্যান্ট, মাথায় বাঁধা সাদা ফেট্টি। কোদাল নিয়ে মাটি কুপিয়ে চাষের কাজে হাত লাগিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। নিজের গ্রামের বাড়ি উত্তরপ্রদেশের বুধানায় গিয়ে এভাবেই চাষাবাদ করে অনেকটা সময় কাটছে বলিউড অভিনেতার।
চাষাবাদের কাজে হাত লাগানোর ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নওয়াজউদ্দিন। ক্যাপশানে লিখেছেন, ''এদিনের মতো এখানেই শেষ হল''। নওয়াজ উদ্দিন যে ভিডিওটি শে'য়ার করেছেন, সেখানে তাকে চাষের কাজ শেষে আলের জলে হাত ধুয়ে নিতেও দেখা যাচ্ছে। নওয়াজের এই ছিমছাম জীবনযাপনে মু'গ্ধ কিছু নে'টিজেন। কেউ লিখেছেন, ''একজন বড় অভিনেতা হয়েও কীভাবে সাধারণ জীবনযাপন করছেন। '' কেউ আবার লিখেছেন, ''আপনি তো অনুপ্রেরণা স্যার...''
তবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে যে এই প্রথমবার চাষাবাদের কাজে দেখা গেল তেমনটাও নয়। ২০১৬ সালেও নওয়াজউদ্দিনের সরষে ক্ষেতে গিয়ে ট্রাক্টর চালানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল। নওয়াজের বাবাও কৃষক ছিলেন। উত্তরপ্রদেশের গ্রামের বাড়িতে তাদের পরিবারের কৃষিজমিও রয়েছে।
জীবনের বড় একটা সময় নওয়াজউদ্দিনও চাষের সঙ্গে যুক্ত ছিলেন। জানা যায়, নওয়াজউদ্দিন সিদ্দিকিই হলেন বুধানা গ্রামের প্রথম গ্র্যাজুয়েট। পরবর্তীকালে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়াশোনা করতে যান নওয়াজউদ্দিন। আর সেখান পাড়ি জমান বলিউডে।