বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্র'য়াণের শো'ক এখনও টাটকা। তার কিছুদিন আগেই ''ক্রা'ইম পেট্রোল'' অভিনেত্রী প্রেক্ষা মেহতা ও কুশল পাঞ্জাবি আত্মঘা'তী হন। এবার বিনোদন জগতের আরও এক প্রতিভার আত্মহ'ত্যার খবর সামনে এলো। ২৫ জুন নয়াদিল্লিতে নিজের বাড়িতে আ'ত্মঘা'তী হল ১৬ বছরের টিকটক তারকা সিয়া কক্কর।
সিয়ার ম্যানেজার অর্জুন সারিন খবরটি জানিয়েছেন। অর্জুন বলেন, ''অবশ্যই ব্যক্তিগত কোনও কারণে আ'ত্মঘা'তী হয়েছেন সিয়া। কারণ, পেশাগত ক্ষেত্রে তিনি ভাল কাজই করছিলেন। একটি নতুন প্রোজেক্ট নিয়ে গত রাতেই আমার সঙ্গে সিয়ার কথা হয়। ও একেবারে স্বাভাবিক ছিল। আমি এবং আমার সংস্থা অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছি। সিয়ার মতো প্রতিভা খুব কমই দেখা যায়।''
ঘ'টনার খবর পাওয়ার পরই প্রীত বিহারে সিয়ার বাড়ির দিকে রওনা দেন তিনি। তার মৃ'ত্যুতে শো'ক প্র'কাশ করেছেন ফটোগ্রাফার ভাই'রাল ভায়ানি। ইনস্টাগ্রাম তিনি লিখেছেন, ''দুঃ'খজনক সংবাদ। ১৬ বছর বয়েসি মিষ্টি টিকটক তারকা সিয়া কক্কারের আত্মহ'ত্যার খবর পেয়ে আমি অর্জুন সরিনের সাথে কথা বলেছিলাম। অর্জুন বলেন যে গত রাতে একটি গানের জন্য তার সঙ্গে সিয়ার কথা হয়েছিল। সিয়ার কী হয়েছিল, তা নিয়ে অর্জুনও কিছু জানতেন না।''
সিয়া থাকতেন নয়াদিল্লির প্রীত বিহারে। তিনি টিকটক স্টার হলেও অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম- ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং ইউটিউবের মতো সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত ভিডিও ও ছবি আপলোড করতেন। তার নাচের ভিডিওগুলি বেশ জনপ্রিয় ছিলে। তার ফলোয়ার্সও ছিল প্রচুর। ইনস্টাগ্রামে তার ১০৪ হাজার ফলোয়ার এবং টিকটকে ১.১ মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল সিয়ার। তার মতো স্টার হঠাৎ কেন আত্মঘা'তী হলেন, তা নিয়ে সবাই হ'তবা'ক। ঘটনার তদ'ন্ত শুরু করেছে পুলিশ।