শুক্রবার, ২৬ জুন, ২০২০, ১০:১৭:৩৮

সুশান্তের পর আরেক জনপ্রিয় তারকার আত্মহ'ত্যা

সুশান্তের পর আরেক জনপ্রিয় তারকার আত্মহ'ত্যা

বিনোদন ডেস্ক : বলিউড নবীন তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহ'ত্যার শো'ক এখনও ভুলেনি ভারতবাসী, আর এরমধ্যেই এবার আরও একটি আত্মহ'ত্যার খবর! সুশান্তের মৃ'ত্যুর ঠিক এগারো দিন পরে আত্মহ'ত্যা করলেন জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর। বৃহস্পতিবার দিল্লির বাড়িতে মাত্র ১৬ বছর বয়সে আত্মহ'ত্যা করেন সিয়া। তবে কেন এই আত্মহ'ত্যা করেছেন তা জানতে ইতোমধ্যেই ঘটনার তদ'ন্তে নেমেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার অর্জুন সারিন। তবে সিয়ার আত্মহ'ত্যার কোনো কারণ জানাননি অর্জুন। তিনি ধারণা করছেন কোনো ব্যক্তিগত কারণেই এই পথ বেছে নিয়েছেন তিনি।

অর্জুন বলেন, ‘বুধবার রাতেই আমার সঙ্গে কথা বলেছে সিয়া। খুব স্বাভাবিকভাবেই কথা বলল। নতুন একটা প্রজেক্ট নিয়েও কথা হচ্ছিলো আমাদের। এই কাজ নিয়েও কোনো সমস্যা ছিলো না। আমার মনে হচ্ছে ব্যক্তিগত কোনও কারণেই এই ক'ঠিন সিদ্ধান্ত নিয়েছে সিয়া।’
টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই পরিচিত নাম সিয়া। টিকটকে তার ফলোয়ার সংখ্যা ১১ লক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে