রবিবার, ২৮ জুন, ২০২০, ০৯:২০:৩৭

অভিনেতা পিয়ালের বাবার পর করোনায় মাকেও হারালেন

অভিনেতা পিয়ালের বাবার পর করোনায় মাকেও হারালেন

বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে বাবা-মা হারিয়েছেন টেলিভিশন অভিনেতা মাহাদী হাসান পিয়াল। বাবা-মা করোনায় মৃ'ত্যুর পর ধারণা করা হচ্ছিলে তিনিও করোনায় আক্রা'ন্ত। কিন্তু না তার করোনা ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন। করোনার উপসর্গ থাকলেও পিয়াল ও তার দুই বোন আক্রা'ন্ত নন বলে রবিবার জানান পিয়াল।

পিয়াল বলেন, ‘গত ১৬ জুন বাবা করোনায় আক্রা'ন্ত হন। তার মৃ'ত্যুর দশদিন পর মাও চলে যান। শনিবার সকাল ১০টার দিকে মা মা'রা যান। বাবার পর মাকে হারিয়ে চোখে অন্ধকার দেখছি। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে।’

নিজে ও দুই বোন করোনায় আক্রা'ন্ত নন জানিয়ে পিয়াল বলেন, ‘আমি ও আমার দুই বোনেরও করোনার উপসর্গ দেখা দিয়েছিল। পরীক্ষার জন্য দিয়েছিলাম দুদিন আগে, আজ (২৮ জুন) পরীক্ষার রেজাল্ট এসেছে। আমাদের সবারই করোনা নেগেটিভ এসেছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে