অসম্ভবকে সম্ভব করাই মাশরাফির কাজ : অনন্ত জলিল
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের দৃষ্টিতে দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তুজা একজন লক্ষ্মী ছেলে।
সম্প্রতি ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ ক্রিকেট দলের হয়ে কাজ করেছেন দেশসেরা দুই ভুবনের এই দুই তারকা। একজন ছিলেন মাঠে আর অন্যজন ছিলেন মাঠের বাইলে। তবে দু’জনের লক্ষ্যই ছিল কিন্তু জয়ের নিশানা। আর সেটাই তারা করেছেন। পেরেছেন এবারের বিপিএল-এর চ্যাম্পিয়ন টফি ঘরে তুলতে।
ব্রান্ড অ্যাম্বাসেডর হওয়ার পেছনের গল্প বলেছেন এই তারকা ‘ভিক্টোরি নাইট’ এ। সেখানে তিনি বলেছেন, ‘আমি সব সময় নেতিবাচক দিক থেকে দূরে থাকি। মাশরাফি সম্পর্কে আজ পর্যন্ত কোনো নেতিবাচক কথা শুনিনি। ও (মাশরাফি) লক্ষ্মী একটা ছেলে। মাঠে সব সময় শান্ত থাকে। আমাকে আর বর্ষাকে যখন অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেওয়া হয় তখন দলে মাশরাফি আছে শুনে আমরা রাজি হয়ে যাই।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দল পরিচিতি অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, ‘অসম্ভবকে সম্ভব করা মাশরাফি আর ওর দলের কাজ।’
মাশরাফি অসম্ভব কাজটিকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করায় বেশ খুশি অনন্ত জলিল। তাই তার উচ্ছ্বাসও ছিল দেখার মতো। এ সময় অনন্ত বলেন, ‘মাশরাফির দল খুবই ভালো খেলেছে। তার জন্যেই আজকে তারা চ্যাম্পিয়ন। আমি সেদিনই বলেছিলাম মাশরাফিরা অসম্ভবকে সম্ভব করবে। সেই কাজটি ওরা করেছে। খুব সহজেই ওরা চ্যাম্পিয়ন হয়েছে।’
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�