বিনোদন ডেস্ক : গত ২৮ সে জুন হরিয়ানার সোনীপথে প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়ে চ'র'ম মাশুল গুনতে হয়েছে টিকটক ষ্টার শিবানীর। পুলিশের জে'রাতে অ'ভিযু'ক্ত ব্যক্তি আরিফ মোহাম্মদ শিবানীকে খু'নের কথা স্বী'কার করেছেন।
সোশ্যাল মিডিয়া টিকটকে শিবানী ছিলেন খুব জনপ্রিয়। কম করে তার ১ লাখের উপরে ফলোয়ার ছিল। ২৮ সে জুন শিবানী তার বোনের সঙ্গে ওই পার্লারে কাজের পরে বড় বোনকে আগে চলে যেতে বলেন। এর পরেই আরিফ এসে প্রেমে প্র'ত্যাঘা'ত হয়ে শিবানী কে খু'ন করে। তার পরনে থাকা ওড়না দিয়ে।
হরিয়ানার এই হ'ত্যার ঘ'টনায় আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শিবানীর একটি বিউটি পার্লার রয়েছে। সেখানেই আরিফ এসে তাকে খু'ন করে। শিবানীর বোন শ্বেতা জানিয়েছেন, আরিফের সঙ্গে ফোনে কথা বলছিলেন শিবানী। এরপরই বিউটি পার্লারে এসে শিবানীকে নৃ'শং'সভাবে খু'ন করে সে।
শ্বেতার দাবি অনুযায়ী, শুক্রবার রাতে বাড়ি আসবে না বলে তাকে মেসেজ করেছিল শিবানী। তাতে লেখা ছিল, শিবানী হরি'দ্ধার যাচ্ছে। বাড়ি ফিরবে মঙ্গলবার। কিন্তু সোমবার শ্বেতার এক বন্ধু, নীরজ ওই বিউটি পার্লারটি খুললে দু'র্গ'ন্ধ বেরোতে শুরু করে। এরপর খুঁ'জতে খুঁ'জতে পার্লারের একটি আলমারি খুলতেই উ'দ্ধার হয় শিবানীর মৃ'তদেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার ওই পরিচিত টিকটক স্টারের দে'হে প'চন ধ'রে গিয়েছে। তার দেহ ময়'নাতদ'ন্তের জন্যে পাঠানো হয়েছে। গ্রে'ফতার করে জি'জ্ঞা'সাবাদ করা শুরু হয়েছে আরিফকে। সম্প্রতি দিল্লিতে টিকটক স্টারের সিয়া কক্কর আ'ত্মহ'ত্যা করেন বলে পুলিশের দাবি।
এরপরই অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সিয়ার আ'ত্মহ'ত্যার সঙ্গে কি সুশান্ত সিং রাজপুতের মৃ'ত্যুর কোনও সম্পর্ক রয়েছে? যদিও দিল্লি পুলিশের তরফে স্পষ্টতই জানানো হয়, সুশান্তের মৃ'ত্যুর সঙ্গে সিয়ার আ'ত্মহ'ত্যার কোনও যোগ নেই।
এদিকে শিবানী খু'ন নিয়ে ডিএসপি বীরেন্দর সিং জানিয়েছেন, আরিফ অপ'রাধ ক'বু'ল করেছে। যে রাতে শিবানীকে খু'ন করেছিল, সে রাতে টিকটক স্টারের পরিবারের সদস্যদের সঙ্গে রাতভর সোশ্যাল মিডিয়ায় কথা বলেছিল আরিফ।
তদ'ন্তকারীরা জানিয়েছেন, বোন এবং তার এক সহযোগী নীরজের সঙ্গে সোনিপতের কুন্ডলী এলাকায় স্যালোঁ চালাতেন শিবানী। টিকটিকে প্রায় এক লাখ ফলোয়ার ছিল তার। গত শুক্রবার সন্ধ্যা বা রাতের দিকে শিবানীকে ওড়না দিয়ে শ্বা'সরো'ধ করে খু'ন করা হয়। সেই ঘ'টনার কয়েক ঘণ্টা আগেই বাড়ি চলে গিয়েছিলেন তার বোন। এমনিতে স্যালোঁতে থাকলেও ঘ'টনার দিন সোনিপতের বাইরে গিয়েছিলেন নীরজ।
রবিবার ফিরে এসে স্যালোঁ খু'লতেই দু'র্গ'ন্ধ পান তিনি। ভিতরে ঢুকে দেখেন, তার শোওয়ার বক্স খাটে শিবানীর দেহ পড়ে আছে। পুলিশ জানিয়েছে, শিবানীকে উত্ত্য'ক্ত করত আরিফ। আপাতত যাবতীয় সুর'ক্ষাবিধি মেনে করোনা ভাইরাস পরীক্ষা হবে ধৃ'তের। তারপর তাকে আদালতে পেশ করা হবে।