বুধবার, ০১ জুলাই, ২০২০, ০৪:২৩:৫৪

সাড়ে ২৮ হাজার টাকা বিদ্যুৎ বিল দেখে হতবাক জয়া আহসান

সাড়ে ২৮ হাজার টাকা বিদ্যুৎ বিল দেখে হতবাক জয়া আহসান

বিনোদন ডেস্ক : ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে দেশব্যাপী তো'লপা'ড়। অস্বাভিক বিদ্যুৎ বিলের বিড়'ম্বনায় তারকারাও। সোশ্যাল মিডিয়ায় এ বিষয় নিয়ে সোচ্চার হচ্ছেন তারা। মেহের আফরোজ শাওনের পর অতিরিক্ত বিদ্যুৎ বিল বিড়ম্বনার কথা সামনে এনেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

জয়া আহসানের গত মাসের বিদ্যুৎ বিল এসেছে ২৮ হাজার ৫০০ টাকা। এমন বিলের কাগজ দেখে অবা'ক হয়েছেন তিনি। ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

মঙ্গলবার জয়া লেখেন, বিদ্যুৎ বিল আসছে ২৮ হাজার ৫০০ টাকা! কীভাবে সম্ভব! আজকে লাস্ট ডেট বিল দেয়ার। এর আগেও ১৬ হাজার টাকা বিল এসেছে। যা আগে নরমাল বিল আসতো ৫ থেকে ৭ হাজার টাকা। এবার কেন এত বেশি আসছে তা বুঝতে পারছি না।

এর আগে জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনও ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ৩ জনের ছোট সংসারে মে মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার ৮০১ টাকা। ফেসবুকে শাওন লেখেন, আমি নিয়মিত বিদ্যুৎ বিল দেই। গ্যাস বিল, পানির বিল, ফোন- ইন্টারনেট বিল সবই নিয়মিত দেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে