রবিবার, ০৫ জুলাই, ২০২০, ০১:০৮:৪৬

আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি

আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের প্রভাবের কারণে নতুন করে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং করছেন না এর নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। তাই গত রোজার ঈদে আগে ধারণকৃত বিভিন্ন পর্ব থেকে বিশেষ কিছু দৃশ্য নিয়ে সংকলিত ইত্যাদি প্রচার করতে হয়েছে তাকে। সে ধারাবাহিকতায় এবারও একটি পুরনো

পর্ব প্রচার হবে আজ। এ পর্বটি ধারণ করা হয় একসময়ে দিঘাপতিয়া রাজবাড়ি হিসেবে পরিচিত বর্তমানে নাটোরের উত্তরা গণভবনে। ইত্যাদির এ পর্বে রয়েছে একজন হতদরিদ্র শিক্ষক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দেলোয়ার হোসেনের জীবন সংগ্রামের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন; বাংলাদেশের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আমের উৎপাদন ও সম্ভাবনা নিয়ে রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন ও মাগুরার বালিদিয়া গ্রামের জন্মান্ধ আবুল বাশারের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন।

অনুষ্ঠানে একটি লালনগীতি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। আরও রয়েছে নাটোরের বিভিন্ন ঐতিহ্য নিয়ে আঞ্চলিক ভাষায় রচিত সঙ্গীতের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে একটি নাচ। পাশাপাশি দর্শক পর্ব, মামা-ভাগ্নে ও নানি-নাতি পর্ব অনুষ্ঠানটিতে থাকছে। এ ছাড়াও এ পর্বে রয়েছে বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ছিল বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ। বরাবরের মতো ইত্যাদির এ পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে